শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

বাগমারার হাট-বাজারে অবাধে বিক্রি হচ্ছে নকল কসমেটিকস

বাঘা নিউজ ডটকম, বিজয় ঘোষ/নাজিম হাসান,বাগমারা থেকে ঃ রাজশাহীর বাগমারা উপজেলার গ্রমাঞ্চলের হাট-বাজারে দীর্ঘদিন ধরে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন  ব্রান্ডের  নকল কসমেটিকস।কসমেটিকস জগতের প্রায় সকল জিনিসই এসব মনোহারী দোকানে পাওয়া যায়। ঝকঝকে প্যাকেট ও সীল দেখে বোঝার উপায় নেই এসব জিনিস নকল । আসল পন্যের তুলনায় এসবের দাম অর্ধেকের কম। শুধু দেশীকোম্পানী নয় বিদেশী অনেক নামী-দামী  কোম্পানীর নকল কসমেটিকস এসব দোকানে পাওয়া যায়। সব ক্ষেত্রে পন্যের প্যাকেট ও সীল ঠিক রেখে ভিতরে দেওয়া হয় অতি নিম্ন মানের উপাদান।সে কারণে স্নো, পাউডার,সাবান, তেল ,শাম্পু , টুথপেস্ট ও লোমনাশক , সহ বিভিন্ন কসমেটিকস পাওয়া যায় অতি অল্প দামে। স্কয়ার কোম্পানীর মেরিল দুইশ গ্রাম পাউডারের দাম মাত্র পনের টাকা। অথচ আসল ওই পন্যের দাম পয়তাল্লিশ টাকা । এভাবে কেয়া,তিব্বত, কিউট সহ বিভিন্ন কোম্পানীর নকল সামগ্রী অবাধে বিক্রি হচ্ছে। দোকানীরা জানায়, তারা নওগাঁ, নাটোর ও বগুড়ার কিছু বেনামী প্রতিষ্ঠান থেকে এসব সংগ্রহ করে। অনেক ক্ষেত্র তাদেরকে এসব পন্য গছিয়ে দেওয়া হয়। গ্রামের মানুষ নকল জেনেও দামে সস্তা পাওয়ায় এবং এর ক্ষতি সম্পর্কে ধারনা না থাকায় অবাধে এসব ব্যবহার করছে।ফলে গ্রামের প্রায় অর্ধেক মানুষ চুলকানি, পঁচড়া সহ বিভিন্ন চমর্ রোগে ভুগছে। মেয়েদের মধ্যে এসব রোগ আরো বেশি।বিশেষজ্ঞের মতে, নিম্ন মানের এসব কসমেটিকসত্বক ও দেহের জন্য মারাত্বক ক্ষতিকর। তাঁদের মতে  ভেজাল যুক্ত কসমেটিকস চেয়ে কসমেটিকস  ব্যবহার না করায় ভালো।  জেলার বিএসটিআই কর্ত্তৃপক্ষ খাদ্যে ভেজাল প্রতিরোধে  এলাকায় একাধিক অভিযান চালালে ও কস্মেটিকসের বিষয় তাদের মাথায় আসেনি। অথচ ভেজাল খাদ্যের তুলনায় ভেজাল পন্য ব্যবহারের ক্ষতি কোন অংশে কম নয়।

Ruby