বুধবার, ১১ জানুয়ারী, ২০১২

মহাদেবপুরে জোয়ানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির অপসারণের দাবীতে মানববন্ধন

বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, মহাদেবপুর :: নওগাঁর মহাদেবপুরে জোয়ানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির অপসারণের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ প্রামাণিক ও ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ জাহাঙ্গীর আনছারীর বিরুদ্ধে শিক্ষক নিয়োগের আড়ালে ৬ লক্ষ টাকা ও বিদ্যালয়ের জমির ফসল আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে গতকাল বুধবার বিদ্যালয়ের সামনে অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতির পুত্র মাহমুদুন নবী ভুট্রো ও ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য আব্দুল মান্নানের নেতৃত্বে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা মানবন্ধন কর্মসূচী পান শেষে বিদ্যালয় চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একই দাবীতে আব্দুল মান্নান এবং মাহমুদুন নবী ভুট্রো  মহাদেবপুর ইউএনও এবং জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি যোগসাজসে পকেট কমিটি তৈরী করে ৬ লক্ষ টাকার বিনিময়ে রিপন কুমার নামের একজন অযোগ্য ও অনভিজ্ঞ শিক্ষক নিয়োগ দেন। একই পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থী মঞ্জুর মোর্শেদ মিঠু আবেদন করলেও অবৈধভাবে অর্থ প্রাপ্তির সুযোগ না থাকায় তাকে নিয়োগ দেয়া হয়নি। নতুন কম্পিউটার ক্রয়ের জন্য ৩৮ হাজার টাকার মেমো দেখানো হলেও একটি পুরনো অকেজো কম্পিউটার বিদ্যালয়টিতে রাখা হয়েছে। বিদ্যালয়ের প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ৪০ ব্যান্ডিল ঢেউটিন নিলাম আয়োজন ছাড়াই মাত্র ৬ হাজার টাকায় সভাপতি নিজেই নিয়ে নিয়েছেন। এ ব্যাপারে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোন্দকার রেজাউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান, বিষয়টির তদন্ত চলছে।
Ruby