মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১২

নওগাঁয় ক্রমেই ইটভাটার দখলে চলে যাচ্ছে ঊর্বরা কৃষি ভূমি ও বসতবাড়ি ॥ বিপন্ন হয়ে পড়ছে পরিবেশ

বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মহাদেবপুরে ক্রমেই ইটভাটার দখলে চলে যাচ্ছে ঊর্বরা কৃষি ভূমি ও বসতবাড়ি। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুসারে ইটভাটা স্থাপনের ক্ষেত্রে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক হলেও এ উপজেলায় ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা ইটভাটাগুলোর মধ্যে কারো পরিবেশগত ছাড়পত্র থাকলেও নেই অবস্থানগত ছাড়পত্র। অবস্থানগত ছাড়পত্রের শর্তানুযায়ী কোনক্রমেই ঊর্বরা কৃষি ভূমি, আবাসিক এলাকা, ফুল ও ফলের বাগান সংলগ্ন এবং জনসাধারণের অভিযোগ থাকতে পারে এমন কোন স্থানে ইটভাটা তৈরী করা যাবেনা। ন্যূনতম ৫০ টি বসতবাড়ি আছে এরকম এলাকার ১ কিলোমিটারের মধ্যেও কোন ইটভাটা স্থাপন করা যাবেনা। সরকারের এসব নীতিমালা না মেনে ও অবস্থানগত ছাড়পত্রকে দলিত করে এক শ্রেণীর মানুষ ঊর্বরা কৃষি ভূমি বিনষ্ট করে আবাসিক এলাকা এবং ফুল-ফলের বাগান সংলগ্ন স্থানসমূহে তৈরী করেছে ইটভাটা। ফলে দিন দিন কমে যাচ্ছে ঊর্বরা কৃষি ভূমি ও পরিবেশ হয়ে পড়ছে দূষিত। এভাবে কৃষিভিত্তিক অর্থনীতির গতি হারাতে বসা এবং পরিবেশে অশনিসংকেত সৃষ্টি হলেও সরকারের সংশ্লিষ্টরা নিরুপায় দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা সদর থেকে খাজুর পর্যন্ত মেইন রোডের উভয়পাশের বহু আবাদি জমি বিনষ্ট করে বসতবাড়ি ঘেঁষেই তৈরী হয়েছে ৪টি ইটভাটা। কুঞ্জবন বাজার সংলগ্ন হরিশ্চন্দ্রপুর, বলারামপুর ও লক্ষণপুর গ্রামের ঘনবসতি এলাকাতে তৈরী হয়েছে ৩টি ইটভাটা। এর একটি ইটভাটা স্থানীয় খাজুর ইউপি চেয়ারম্যানের। সদরের শিবগঞ্জ মোড়ের ব্যস্ততম বাজার ঘেঁষেই রয়েছে ১টি ইটভাটা। সদরের নাটশাল এলাকার বিস্তীর্ণ আবাদী মাঠের ভিতর ১টি, কুঞ্জবন-ছাতড়া সড়কের শাহাজাদপুর গ্রামে ১টি এবং গোপিনাথপুর-রামচরণপুরসহ কয়েকটি গ্রাম ঘেঁষে তৈরী হয়েছে ১টি ইটভাটা। এ কয়টি ইটভাটা গিলে নিয়েছে শতাধিক একর ঊর্বরা কৃষি ভূমি। পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের উপর অস্থিরভাবে বিরুপ প্রভাবের সৃষ্টি করে চলেছে।  স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি সূত্রে জানা যায়, ইটভাটাসহ নানান স্থাপনা নির্মাণের ফলে গত এক দশকে এখানে ৪৫০ হেক্টর বা ৩ হাজার ৩৭৫ বিঘা ঊর্বরা কৃষি ভূমি কমে গেছে। সংশ্লিষ্ট ওই সূত্রমতে, এক দশক আগেও এখানে ৩০ হাজার ৮০০ হেক্টর  ঊর্বরা কৃষি ভূমি ছিল। কিন্তুু সেই ভূমি বর্তমানে ৩০ হাজার ৩৫০ হেক্টরে এসে ঠেকেছে।
Ruby