রবিবার, ১ জানুয়ারী, ২০১২

নওগাঁয় গরু ব্যবসায়ী ২ সহোদর হত্যাকারী ডাকাত র‌্যাবের হাতে গ্রেফতার


বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় চাঞ্চল্যকর গরু ব্যবসায়ী ২ সহোদর হত্যা মামলার আসামী সাইদুল ইসলামকে (৩২) শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার দুপুরে র‌্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যা¤েপর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের কাছে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত সাইদুল ইসলাম নাটোর জেলার সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের দুদু মিয়ার ছেলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহী বিনোদপুর ক্যা¤েপর একটি অপারেশন দল বড়বাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে সাইদুলকে গ্রেফতার করে। সাইদুল আন্ত: ডাকাত দলের সদস্য। গ্রেফতার হবার পর সে র‌্যাবের কাছে গরু ব্যাবসায়ী আলতাফ হোসেন (৪৮) ও মনতাজ আলী (৪৫) কে হত্যা করার কথা স্বীকার করেছে। ২ নভেম্বর রাজশাহী মহানগরীর সিটি হাটে আলতাফ হোসেন ও তার ভাই মনতাজ আলী দুটি গরু বিক্রি করে সেই টাকা ও অবিক্রিত দুটি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ডাকাতরা বাড়িতে পৌছে দেবার নাম করে গরু দুটিসহ তাদের ট্রাকে তুলে নেয়। এর পর ডাকাতরা দুই সহোদরকে হত্যা করে টাকা ও গরুদুটি লুট করে নিয়ে যায়। পর দিন সকালে মান্দা উপজেলার শ্রীরামপুর নামক স্থানে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহত আলতাফ হোসেন ও মনতাজ আলী মান্দা উপজেলার কুসুম্বা গ্রামের তছির উদ্দীনের ছেলে।
র‌্যাব-৫ এর উপ-পরিচালক কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, ঘটনার পর থেকে অভিযান চালিয়ে ১৯ নভে¤¦র টাঙ্গাইল আন্ত: জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য নুর নবী (৪২), ২৮ নভে¤¦র নাটোর থেকে আন্ত: জেলা ডাকাত সরদার কাঞ্চনকে (৪৫) গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুলকে মান্দা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
Ruby