সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

ফেব্রুয়ারী এলেই, কবি মকলেছুর রহমান টুটুল


ফেব্রুয়ারী এলেই
মকলেছুর রহমান টুটুল।
ফেব্রুয়ারী,  ফেব্রুয়ারী,  ফেব্রুয়ারী এলেই 
আমি বেশী পল্লী জারি সারি গান গাই
একদিনে বিশ্ববাসী বিশেষ ভাবে স্বরি 
একুশে ফেব্রুয়ারীতে তো অবশ্যই। 

ফেব্রুয়ারী,  ফেব্রুয়ারী,  ফেব্রুয়ারী এলেই
নতঃশিরে তাদের সম্মান জানাই
রফিক, সালাম, বরকত, জব্বার আমার 
আপনার চেয়ে আপন ভাই। 

ফেব্রুয়ারী,  ফেব্রুয়ারী,  ফেব্রুয়ারী এলেই
বনের মুক্ত পাখিরাও গান গাইতে চায়
কত কবি, প্রেমিক পাগল জড়ো হয় 
দেখো বাংলা একাডেমীর আঙ্গিনায়। 

ফেব্রুয়ারী,  ফেব্রুয়ারী,  ফেব্রুয়ারী এলেই
আবেগে আপ্লুত হই আর শিখে নেই 
মায়ের ভাষা, মুখের ভাষা রক্ষা, আরও 
দেশের জন্য কিভাবে জান দিতে হয়। 
Ruby