বুধবার, ২ মে, ২০১২

নিয়ামতপুরে ডাকাতি করার সময় জনতার হাতে ডাকাত আটক ১ পুলিশি হেফাজতে ডাকাতের চিকিৎসা

নিয়ামতপুরে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গনপিটুনি খেয়ে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে ডাকাত দলের সদস্য আহাদ আলী (৪৫)। সে চাঁপাই- নবাবগনজ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশনপাড়ার (হঠাৎ পাড়া) ইয়াদ আলীর পুত্র বলে জানা গেছে। ডাকাতির এ ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।

জানা যায় ওই রাতে ৫/৬ জন সদস্যের একটি ডাকাত দল রসুলপুর গ্রামের সমসের আলীর বাড়ীতে ঢুকে পড়ে ও বাড়ির মালিক সমসেরকে জিম্মি করে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে সমসের ও তার স্ত্রী আনজুয়ারা আহত হয়। জিম্মি অবস্থায় তাদের চিৎকারে এলাকাবসাী এগিয়ে আসে এবং ডাকাত দলের সদস্য আহাদকে আটক করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ডাকাত আহাদ আলীর উপর শুরু হয় প্রচন্ড গনপিটুনি।

সংবাদ পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ইউ,পি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটো ঘটনা স্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে ধৃত ডাকাতকে উদ্ধার করে ও চকিদারের মাধ্যমে নিয়ামতপুর থানায় পাঠায়। এ সময় তার অবস্থা অবনতির দিকে যেতে থাকলে তাকে নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) সফিউল আলমের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশি হেফাজতে ধৃত ডাকাত আহাদ আলী নিয়ামতপুর হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে।



নিয়ামতপুরে ডাকাতি করার সময় জনতার হাতে ডাকাত আটক ১
পুলিশি হেফাজতে ডাকাতের চিকিৎসা
এফএনএস (রেজাউল ইসলাম সেলিম; নিয়ামতপুর, নওগাঁ) : নিয়ামতপুরে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়ে গনপিটুনি খেয়ে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে ডাকাত দলের সদস্য আহাদ আলী (৪৫)। সে চাঁপাই- নবাবগনজ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশনপাড়ার (হঠাৎ পাড়া) ইয়াদ আলীর পুত্র বলে জানা গেছে। ডাকাতির এ ঘটনাটি ঘটেছে গত রবিবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে।

জানা যায় ওই রাতে ৫/৬ জন সদস্যের একটি ডাকাত দল রসুলপুর গ্রামের সমসের আলীর বাড়ীতে ঢুকে পড়ে ও বাড়ির মালিক সমসেরকে জিম্মি করে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে সমসের ও তার স্ত্রী আনজুয়ারা আহত হয়। জিম্মি অবস্থায় তাদের চিৎকারে এলাকাবসাী এগিয়ে আসে এবং ডাকাত দলের সদস্য আহাদকে আটক করে। বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ডাকাত আহাদ আলীর উপর শুরু হয় প্রচন্ড গনপিটুনি।

সংবাদ পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের ইউ,পি চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটো ঘটনা স্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতার রোষানল থেকে ধৃত ডাকাতকে উদ্ধার করে ও চকিদারের মাধ্যমে নিয়ামতপুর থানায় পাঠায়। এ সময় তার অবস্থা অবনতির দিকে যেতে থাকলে তাকে নিয়ামতপুর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) সফিউল আলমের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশি হেফাজতে ধৃত ডাকাত আহাদ আলী নিয়ামতপুর হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে।
Ruby