শুক্রবার, ৪ মে, ২০১২

চাটমোহরে বিরল প্রজাতির হনুমান

আফতাব হোসেন, চাটমোহর-পাবনা : পাবনার চাটমোহর উপজেলার পল্লীতে হঠাৎ করে একটি সাদা বিরল প্রজাতির হনুমান আর্বিভূত হয়েছে। চাটমোহর উপজেলা সদরের ৫ কিলোমিটার দূরে হরিপুর ইউনিয়নের বুড়িপাড়া গ্রামের আব্দুল বারেকের একটি তেতুল গাছে দেখা যায়। তেতুল গাছ এবং পাশের টিনের ছাপড়া ঘরের উপরে হনুমানটি অবস্থান করছে। লোকের ভীড়ে হনুমানটি তেতুল গাছের মগডালে অবস্থান করছে। মানুষের দেওয়া খাদ্য সুযোগ বুঝে টিনের ছাপড়া ঘরের উপরে এস খাচ্ছে। মনুমানটি মাঝারী আকুতির, লেজ অনেক লম্বা, মুখ ও পাগুলো কালো। বন বিভাগের লোকজন অনেক চেষ্টা করেও হনুমানটিকে ধরতে পারছে না।

Ruby