রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

নাটোরে বাসে আগুন

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: বিএনপিসহ ১৮ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন নাটোরে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল চলাকালে দূরপাল্লার যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। হরতালের কারণে বিভিন্ন স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা বাতিল করা হয়। তবে রিক্সা, অটোরিক্সা ও ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। ব্যাংক-বীমা এবং অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতির হার ছিল কম। সকালে হরতালের সমর্থনে উপজেলা পরিষদ এলাকায় বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অপরদিকে আওয়ামীলীগ নেতাকর্মীরা ট্রাফিক মোড়ে অবস্থান নিয়ে হরতাল বিরোধী মিছিল সমাবেশ করে। এদিকে রোববার ভোর রাতে শহরের চকরামপুর এলাকায়   পদ্মা পরিবহন নামে একটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার ব্রীগেড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এছাড়া— কোথাও কোন অপ্রিতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
Ruby