বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২

চারঘাটে মদের দোকান বন্দের দাবীতে জনসংঘের মানববন্ধন ও স্বারকলিপী প্রেরন


মিজানুর রহমান বিপ্লব, চারঘাট(রাজশাহী) প্রতিনিধি :: চারঘাট সরদহ শহীদ শিবলী আর্দশ জনসংঘ এর উদ্যোগে পল্লী বিদ্যুৎ মোড়ে মদের দোকান বন্দের দাবীতে পল্লী বিদ্যুৎ মোড়ে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারক লিপী প্রেরন করেছে। জানা গেছে, বাংলা মদের দোকান মাদক বিরোধী আন্দোলনের কারনে বন্দ হয়ে যায়। মদেও দোকান কিছুদিন বন্ধ ছিল। সম্প্রতি  মদের দোকান মালিক মদের দোকান চারঘাট সদরে থেকে স্থান পরিবর্তন করে চারঘাট পল্লী বিদ্যুৎ মোড়ে মদের দোকান স্থার্নান্তর করেন। মদের দোকান বন্ধের দাবীতে গতকাল বৃহস্পতিবার শহীদ শিবলী আর্দশ জনসংঘের সদস্যরা, সরদহ থানাপাড় স্কুলের ছাত্র/ছাত্রী ও স্থানীয় জনতা পল্লী বিদ্যুৎ মোড়ে ৪০ মিনিট মানব বন্ধন করেন। মানব বন্ধন এ উপস্থিত ছিলেন শহীদ শিবলী আর্দশ জনসংঘের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোকাররম হোসেন হেজু, সাইফুল ইসলাম বাদশা সাধারন সম্পাদক ইমরুল কায়েস সহ- সভাপতি রফিকুল আলম, ৫ নং পৌর কাউন্সিলর আজমল হোসেন মতি, মুরাদ পাশা ,সাংবাদিক ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অত্র এলাকায় মাদক সেবন এবং মাদক বিক্রয় এর প্রতিবাদ জানান এবং পল্লী বিদ্যুৎ মোড়ে কোন মদের দোকান স্থাপন করা যাবে না। এই জন্য অত্র এলাকার অভিবাবক,ছাত্র/ছাত্রী ও জনসাধারন একত্র হয়ে মাদক বন্ধে আন্দোলনে সহযোগীতা করতে হবে। 
Ruby