বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২

সরকারী চাকুরীতে মুক্তিযোদ্ধা কোটা পুরুন না করার প্রতিবাদে উপজেলা কমান্ডরের স্বারক লিপী প্রেরন


মিজানুর রহমান বিপ্লব, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহী বিশ্ব বিদ্যালয় সহ বিভিন্ন দপ্তরে সরকারী কোটা পুরুন না করার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার চারঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাজশাহী বিশ্ব বিদ্যালয় আর্চায, চারঘাট-বাঘা সাংসদ ও মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপী প্রেরন করেন। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান,সরদহ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সেলিম রেজা, মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন হেজু প্রমুখ। বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধা কোটা পুরুন না করে সম্প্রতি চতুর্থ শ্রেনীর চাকুরীতে ১০৩ জনকে নিয়োগ দিয়েছে তা অবিলম্বে বাতিল করে মুক্তিযোদ্ধা কোটা পুরুনের মাধ্যমে পুনঃনিয়োগ দানের ব্যবস্থা করুন। অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার দাবী জানান।

Ruby