রবিবার, ২৯ এপ্রিল, ২০১২

মংলায় কালবৈশাখী ঝড়ে ৫ শতাধিক কাচা-পাকা ঘরবাড়ী বিধ্বস্ত, ট্রলার ডুবি, আহত ৫০

মংলায় কালবৈশাখী ঝড়ে ৫ শতাধিক কাচা-পাকা ঘরবাড়ী বিধ্বস্ত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত অর্ধশত লোকজন। এছাড়া বৈদ্যুতিক খুটি ও গাছপালা উপড়ে যায়। বৈদ্যুতিক খুটি ও গাছপালা পড়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল।


সন্ধ্যার পর কিছু কিছু জায়গায় বিদ্যুত আসলেও এখনো বিভিন্ন জায়গায় বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। সকালে মংলা নদীর বুড়িরডাঙ্গা এলাকায় একটি ট্রলার ডুবির ঘটনাও ঘটেছে। তবে যাত্রীরা সাতরিয়ে কুলে উঠে যাওয়ায় কেউই নিখোজ হয়নি।
Ruby