সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

বাঘায় ৩ হেরোইন সেবনের জরিমানা দিয়ে মুক্তি

বাঘা নিউজ ডটকম, আমানুল হক আমান, ৫ডিসেম্বর : পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ জন হেরোইন সেবনকারীকে গ্রেফতারের পর ভ্রাম্যমান আদালত জেল পরে জরিমানা দিয়ে মুক্তি পেয়েছে। রোববার উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রতিজনকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেলের রায় ঘোষনা করেন। পরে আসামীরা ৯ হাজার টাকা জরিমানা দিয়ে জেল থেকে রেহাই পায়। থানা সূত্রে জানা যায়, গত শনিবার রাতে এএসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হেলালপুর গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে ক্দ্দুুস (৬০), কেশবপুর গ্রামের হুরমত আলীর ছেলে লালন (২৮) ও চারঘাট উপজেলার মুংলি গ্রামের কাচ্চু মোল্লার ছেলে জিল্লু (৪২)কে হেরোইন সেবন অবস্থায় গ্রেফতার করে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ হাসমী বলেন, তাদের জেল দেয়ার ব্যবস্থা করা হয়। তবে জরিমানা দিয়ে মুক্তি পেয়েছে।
Ruby