রবিবার, ২৫ মার্চ, ২০১২

শিশুদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে -------ড. আকরাম চৌধূরী এমপি

নওগাঁ প্রতিনিধি :: ড.আকরাম হোসেন চৌধুরী বলেছেন, ‘‘আজকের শিশুদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তুলতে হবে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। দেশকে সঠিক পথে নিয়ন্ত্রনের জন্য আগামী দিনের শিশুদের ভূমিকা অপরিসিম।’’ তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম, ঐতিহাসিক ভাষণ আর স্বাধীনতার ঘোষণা সবই এই মার্চে হয়েছে। আমাদের শিশুদের সেই মার্চের সঠিক ইতিহাস জানাতে হবে এবং তাদেরকে ঐতিহাসিক আদর্শে মানুষ করে তুলতে হবে। শুক্রবার রাতে  নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে অবস্থিত প্রাচীন বিদ্যাপিঠ সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয় ভবনের নব নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন শেষে সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৩২ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে। এসময় উপজেলা চেয়ারম্যান রিয়াছাৎ হায়দার টগর, থানা আওয়ামীলীগের নেতা গোলাম নূরানী আলাল, তমাল ব্যাণার্জী, কালাচাঁদ কুন্ডু, জাহাঙ্গীর আলম তোতা, গোলাম ফেরদৌস মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহফুজা আকরাম মায়া চৌধুরী এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হেমায়েত উদ্দিন, প্রধান শিক্ষক এ,কে,এম,জসীম উদ্দিন প্রমুখ। বিদ্যালয়ের ছাত্রী কাজী রুমঝুম মানপত্র পাঠ করে। এমপি’ বিদ্যালয়ের উন্নয়নে একটি ক্রিকেট সেট, দুইটি ফুটবল, তিনটি ভলিবল এবং মেয়েদের দুইটি হ্যান্ডবল দেবার ঘোষণা দেন এবং বিদ্যালয়কে মডেল বিদ্যালয় হিসাবে ঘোষণার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।  পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরন করেন। নবম শ্রেণীর ছাত্রী স্থানীয় সাংবাদিক রওশন জাহান ও রুমঝুম দেশাত্ববোধক গান, রবীন্দ্র সঙ্গীত, লোক সঙ্গীত, হামদ ও না’ত, কবিতা আবৃতি এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়ে ছয়টিতেই প্রথম হয়ে সর্বাধিক পুরষ্কার লাভ করে। #
Ruby