বুধবার, ৭ মার্চ, ২০১২

মহাদেবপুরে কৃষকদের আশার আলো দেখাচ্ছে সমন্বিত কৃষি প্রযুক্তি লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে বোরোচাষ

মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: চলতি মৌসুমে নওগাঁর মহাদেবপুরে কৃষকরা লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে বোরো রোপন করেছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মৌসুমে ২৬ হাজার ৫৯০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও কৃষকরা এ পর্যন্ত ২৭ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো রোপন করেছেন। এ এলাকায় বোরো রোপনের শেষ সময় ১৫ মার্চ পর্যন্ত। এ সময়ের মধ্যে আরো অতিরিক্ত ৭০০ হেক্টর জমি বোরো চাষে যুক্ত হবে বলে ধারণা করা হচ্ছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার ওই পরিমাণ জমি থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৫৩ হাজার মেঃটন। এদিকে বোরো ফসল নির্বিঘেœ জমি থেকে তোলার জন্য স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠে মাঠে নানামুখী কৃষি প্রযুক্তি কার্যক্রম হাতে নিয়েছে। সমন্বিত কৃষি প্রযুক্তির মধ্যে রয়েছে লাড়া পুড়িয়ে পোকামাকড় দমন, কমপাষ্ট, জৈব ও সবুজ সার ব্যবহার, কম বয়সের চারা দিয়ে লাইনে ধান রোপন, লেগ পদ্ধতি গ্রহণ, হাইব্রিড ধান রোপন, গুটি ইউরিয়া, এনসিসি, এ ডব্লিউ ডি ও আলোক ফাঁদের ব্যবহার, পার্চিং এবং সার্ভেলেন্স ব্লক ইত্যাদি। ভাল ও কাঙ্খিত ফলন নিশ্চিত কল্পে কৃষকদের জন্য কৃষি বিভাগের নেয়া এসব সমন্বিত কৃষি প্রযুক্তির উপর মাঠে মাঠে ব্লক প্রদর্শনী ছাড়াও এসবের সিডি প্রদর্শনী এবং উপজেলার ১০ ইউনিয়নের ৯০ টি ওয়ার্ডে চাষীদের অংশগ্রহণে অবহিতকরণ সভা-সেমিনার করা হচ্ছে প্রতিদিনই। উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান জানান, স্থাপিত সার্ভেলেন্স ব্লকের মাধ্যমে ক্ষতিকারক পোকামাকড়ের উপস্থিতি এবং আক্রমণের গতি-প্রকৃতি নির্ণয় করে পুরো মাঠের ধানক্ষেত রক্ষণাবেক্ষন করা সম্ভব। তিনি জানান, এভাবে সমন্বিত কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হলে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী পরিমাণ ধান উৎপাদন করা যাবে অনায়াসে। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তাহের উদ্দিন মন্ডল ও উপসহকারী কৃষি কর্মকর্তা আঃ মোমিন জানান, ভাল ফল হওয়ায় সমন্বিত কৃষি প্রযুক্তি কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। #





Ruby