বুধবার, ৭ মার্চ, ২০১২

চারঘাটে ২ মাস ধরে শিশু কন্যা অপহরন, মামলা দায়ের

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :: রাজশাহীর চারঘাটে ৪র্থ শ্রেনীর বর্ষা নামের এক শিশু কন্যা অপহরনের শিকার হয়েছে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে শিশু কন্যার পিতা বকুল আলী বাদী হয়ে গতকাল বুধবার চারঘাট থানায় মামলা দায়ের করেছে। চারঘাট থানার মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পাশুন্ডিয়া গ্রামের গরুর ব্যবসায়ী গত ২ ফেব্রয়ারী গরু বিক্রয়ের জন্য রাজশাহী সিটি গরুর হাটে গেলে বাড়িতে একা পেয়ে বাদির আত্মীয়া মাহাবুর রহমান. তার স্ত্রী তাসলিমা বেগম যোগসাজসে শিশু কন্যা বর্ষাকে অপহরন করে পালিয়ে যায়। অপহরনের ২ মাস অতিবাহিত হলেও তারা শিশু কন্যাকে ফেরত না দিয়ে উল্টো শিশুর পিতাকে ফাসানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। বাদি বকুল আলী জানান,’’ আত্মীয়া মাহাবুর রহমান. তার স্ত্রী তাসলিমা বেগম যোগসাজসে ২৭ শে ফেব্রয়ারী রাত্রী ২ টার দিকে জামুরিয়া গ্রামের এহেসান আলী, তবারক আলী, বেল্লাল, সেলিম সহ প্রায় ৪০ জনের সন্ত্রাসী দল তার বাড়িতে আক্রমন চালায়ে ঘরের আসবাব পত্র  ভাংচুর করে এবং গরু বিক্রয়ের ঘড়ে রক্ষিত ১০ লক্ষ টাকা লুট করে নেয়। বর্তমানে সন্ত্রাসীরা গভীর রাতে ঘরে ইট পাটকেল মারে এবং আমাকে পথে ঘাটে ও মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ভাবে ভয়ভিতী প্রদর্শন সহ প্রান নাষের হুমকী দেখাচ্ছে। এ ব্যাপারে চারঘাট থানার অফিসার ইসর্চাজ ওসি রাজ্জাক আলী খান জানান, অভিযোগ তদন্ত্র সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Ruby