সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

রাজশাহীতে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১৫, আটক ২০

মোঃ রফিকুজ্জামান (রান্টু) রাজশাহী থেকে :: বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধানে দ্বিতীয় দফার ২য় দিন সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজারহাতা এলাকার লোখনাথ স্কুলের পাশ থেকে বিএনপি যুগ্ন মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মিজানুর রহমান মিনুর নেতৃত্বে দলের কর্মীরা হরতালের সর্মথনে একটি মিছিল বের করেন। মিছিলটি কিছুদুর এগিয়ে সিটি কলেজের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় বাধা  উপেক্ষা করে তারা মিছিল নিয়ে সামনে যেতে চাইলে পুলিশ লাঠির্চাজ করে। এনিয়ে কথা কাটা-কাটির একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংর্ঘষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। নেতাকর্মীরা এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। জবাবে পুলিশ ২রাউন্ড টিয়ারসেল ছুড়ে। এতে কমপক্ষে ১৫জন নেতাকর্মী আহত হয়। এই পুলিশি হামলার প্রতিবাদে বিএনপির যুগ্ন মহাসচিব ও মহানগর সভাপতি মিজানুর রহমান (মিনু) রাস্তায় শুয়ে পড়েন। পরে দলের বেশ কয়েক জন নেতাকর্মীও তার সঙ্গে যোগদেন । সকাল-সন্ধ্যা হরতাল চলাকলে পিকেটিং এর অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখাছাত্রদলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক আলতাফ হোসেন আবু ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সকাল ৭টার দিকে হরতালের সর্মথনে রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ সাহেব বাজার থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ ব্যাপক লাঠির্চাজ করে ১০/১৫ জন কর্মীকে গুরুতর আহত করে, মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আলতাব হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার আলম আটকের সত্যতা নিশ্চিত করেন। এদিকে রবিবার রাতে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩জন এবং সকালে মিছিল থেকে ৭জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। সকালে সংঘর্ষের পর থেকে মহানগরী জুড়ে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা বর্তমানে সর্তক অবস্থানে রয়েছেন। অপরদিকে রাজশাহী রেলস্টেশন থেকে সকালে ঢাকাগামী সিল্কসিটি ও খুলনাগামী কপতাক্ষ এক্রাপ্রেসসহ বিভিন্ন রুটে আন্তনগর ট্রেন যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া হরতালে মহানগরীতে সকাল থেকে কোন যানবাহন চলাচল না করলেও রিক্শা-ভ্যান, ব্যাটারি চালিত অটো-রিক্শাসহ হালকা যানবাহন চলচ্ছে স্বাভাবিক ভাবে। পুলিশের বিশেষ ব্যবস্থা থাকলেও  বিআরটিসির কোন বাস চলাচল করছে না । হরতালের কারণে সকাল থেকেই বন্ধ রয়েছে মাহানগরীর বেশিরভাগ এলাকার ব্যবসা ও শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস-আদালত। ব্যাংক-বীমা প্রতিষ্ঠান খোলা থাকলেও সেখানে বড়ধরনে লেনদেন চলেনি। নগর ভবন, রাজশাহী রেলস্টেশন , বাসটার্মিনাল, চেম্বার ও রেলভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা  হয়েছে। এছাড়া মহানগরীতে নিয়মিত টহল দিচ্ছে র‌্যাপিড এ্যাকশেন ব্যাটিলিয়ন (র‌্যাব-৫) সদস্যরা।
Ruby