সোমবার, ৩০ এপ্রিল, ২০১২

চারঘাটে শান্তি পূর্ন হরতাল পালিত

চারঘাট(রাজশাহী) প্রতিনিধি :: বিএনপির ডাকা দুই দিনের হরতালের শেষ দিনে গতকাল সোমবার সারা দেশের ন্যায় চারঘাট উপজেলাতেও শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ প্রসাশনের সদস্যরা দল বেধেঁ ডিউটি পালন করছে। সকালে চারঘাট উপজেলার সরদহ ট্রাফিক মোড়ে হরতাল সর্মথকরা গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। সকাল ১০ টার দিকে সরদহ হেমন্ত মোড়ে বিক্ষুব্দ হরতাল সর্মথকরা রাস্তা ব্যারিকেট সৃষ্টি করার চেষ্ঠা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সি মোঃ মনিরুজ্জামান ও চারঘাট থানার ভারপ্রাপ্ত ওসি মাহবুব আলম পিকাপ গাড়ি সরদহ মুক্তারপুর ট্রাফিক  মোড়ে গেলে পিকেটাররা পালিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।  রাস্তায় রি∙া, ভ্যান, নছিমুন, ব্যাপারী চালিত গাড়ি পরিমান মত চলাচল করলেও দুরপাল্লার কোন যানবাহন চারঘাট ছেড়ে যায়নী। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুন্সি মোঃ মনিরুজ্জামান বলেন, কিছু বিক্ষুব্ধ হরতাল সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তা বন্ধ করার চেষ্ঠা করলে আমরা উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কোন ধরনের সহিংসতা এড়াতে পযাপ্ত পরিমানে পুলিশ সদস্যরা রয়েছে।
Ruby