বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনায় পুলিশের হাবিলদারসহ দুইজন নিহত: আহত-৪

বাঘা নিউজ ডটকম, কুষ্টিয়া ৭ ডিসেম্বর : কুষ্টিয়ায় পুলিশ কনষ্টেবলের লাশবাহী ট্রাক দুর্ঘটনায় পতিত হয়ে পুলিশের এক হাবিলদারসহ দুইজন মর্মান্তিকভাবে নিহত ও চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে কুষ্টিয়া ২৫০ বেড হাসাপাতালে এবং অপর তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, জেলার মিরপুর উপজেলার মাঝিরহাট ক্যাম্পের পুলিশ কনষ্টেবল মাজহারুল ইসলাম ষ্ট্রোক জনিত কারনে গত মঙ্গলবার সন্ধ্যায় মারা গেলে পুলিশ সদস্যরা তাঁর লাশ ট্রাকযোগে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলাধীন গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। এসময় রাত সাড়ে ১০ টারদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া ১১ মাইল নামক স্থানে লাশবাহী ট্রাক ও মালামাল বোঝাই অপর ট্রাকের সাথে ধাক্কা গেলে দুর্ঘটনা ঘটে এবং লাশবাহী ট্রাকটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে হাবলিদার সালাম ও মৃত পুলিশ কনষ্টেবল মাজহারুল ইসলামের ভগ্নিপতি আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত এবং চার পুলিশ সদস্য মারাত্নক আহত হন। নিহত হাবিলদার সালাম কুষ্টিয়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন। আহত অপর চারজনও পুলিশ লাইনের সদস্য। তাদের অবস্থা গুরুতর বলে হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার জানান। এব্যাপারে কুষ্টিয়া থানায় মামলা হয়ে
Ruby