রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

নড়াইলের প্রায়ত চিত্রশিল্পী কাজল মূখার্জীর রবিবার মৃত্যুবাষির্কী

সুজয় কুমার বক্সী  জয়, নড়াইল থেকেঃ নড়াইলের প্রায়ত চিত্রশিল্পী কাজল মূর্খাজীর রবিবার( ১২ ফেব্র“য়ারি) ৯তম মৃত্যুবাষির্কী। এ উপলক্ষে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট সুলতান মঞ্চে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে  স্বরনোৎসবের আয়োজন করেছে। দিনব্যাপি অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকালে র‌্যালি, শিল্পীর সমাধিস্থলে  শ্রদ্ধাঞ্জলী, শিশু-কিশোরদের চিত্রাংকন ও প্রদর্শনী, স্মরন সভা ও সন্ধ্যা থেকে স্থানীয় ও লাল বাউল শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান। এছাড়া শিল্পীর পরিবার তাদের  ভওয়াখালি নিজস্ব বাসভবনে শিল্পীর সমাধিস্থলে দিনব্যাপি ধর্মীয় অনুষ্ঠান ও ভোজের আয়োজন করেছে। প্রায়ত চিত্রশিল্পী কাজল মূর্খাজী ছিলেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস,এম,সুলতানের শিষ্য। নড়াইলে মাত্র হাতে গোনা কয়েকজন শিল্পী আছেন যারা এস,এম,সুলতানের কাছে ছবি আকাঁ শিখতেন তাদের মধ্যে কাজল মূর্খার্জী  একজন। এস,এম, সুলতানের আদর্শে দিক্ষিত ছিলেন কাজল মুর্খাজী। নড়াইল সদরের চাঁনপুর গ্রামের এক সম্ভ্রান্ত মূর্খাজী পরিবারে ১৯৬১ সালের ২৬ জানুয়ারি তিনি জন্মগ্রহন করেন। পিতার নাম অমর নাথ মুখার্জী মাতার নাম রেনু বালা মুখার্জী। ৬ ভাই ৪ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
 নড়াইল সরকারি বালক বিদ্যালয় থেকে এস,এস,সি এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এইচ,এস,সি পাশ করার পর তিনি খুলনা আর্ট কলেজ থেকে শিক্ষা জীবন শেষ করে নড়াইলে ফিরে আসেন। এ শিল্পী পুরাপুরি আর্ট গুরুর পথ অনুসরন শুরু করেন। ছবি আকাঁ আর ঘুড়ে ব্যাড়ানো ছাড়া তিনি আর কিছুই চিনতেন না। সদাহাস্যজ্জল আর খোলা মন নিয়ে সমাজের সকল মানুষই ছিলো কাজল মুর্খাজীর প্রিয়। সকাল থেকে রাত পর্যন্ত এ মানুষটি শুধু মানুষের ভালোবাসা আর উপকারেই নিয়োজিত থেকেছেন। বরেণ্য চিত্রশিল্পী এস,এম,সুলতানের মৃত্যুরপর তার স্বপ্নের শিশুস্বর্গের অবৈতনিক ফাইন আর্ট স্কুলটি পরিচালনার ভার কাজল মুর্খাজী ও সুলতানের অপর দুই শিষ্য দুলাল সাহা এবং সমীর মজুমদার এই তিনজন শিল্পীর কাঁদে চলে আসে। ২০০৩ সালের ১২ ফেব্র“য়ারি এ মহান  শিল্পী অকালে ইহলোকত্যাগ করার পূর্বপর্যন্ত তিনি তার শিক্ষাগুরু এস,এম,সুলতানের প্রিয় শিশুদের শিক্ষাদিয়ে গেছেন এবং সংসার ধর্ম না করে চির কুমার থেকে এই পৃথিবী থেকে  বিদায় নিয়েছেন।
Ruby