বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

নওগাঁর ধামইরহাটে মা সমাবেশ অনুষ্ঠিত

আব্বাস আলী, নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউপির ৪৫ নং নানাইচ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নানাইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মা সমাবেশ প্রধান অতিথি বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন। তিনি বলেন, ‘‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষা দিক্ষায় পারদর্শী হয়ে বড় হয়ে একদিন তাদেরকে এই রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করতে হবে, তাই শিক্ষার কোন বিকল্প নেই। আমি প্রত্যেক বাবা-মাকে অনুরোধ করব তাদের সন্তানের পড়াশুনার বিষয়ে যেন ভালো ভাবে খেয়াল রাখে এবং সন্তানদের সাথে বন্ধু সুলভ আচরণ করে।’’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  পুরস্কার বিতরন/১২ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাফিউজ্জামান, সহকারী শিক্ষা অফিসার আব্দুল জলিল, সহকারী শিক্ষা অফিসার মাহামুদ হাসান, উপজেলা রিসোর্স সেন্টারের ট্রেড ইন্সট্রাক্টর খুরশিদা পারভীন, এনজিও ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি লাকী মারান্ডী, প্রধান শিক্ষিকা জান্নাতুল মাওয়া অভিভাবক ছুরাইয়া পারভীন প্রমুখ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন মন্ডল, এ সময় সহকারী শিক্ষক সুপ্রভা রানী সিং, বোরহান উদ্দিন, লায়লা আরজুমান, মাসুদ পারভেজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুহেনা মোঃ মোস্তফা কামাল বাবু, সাংবাদিক আবুমুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রায় অর্ধ সহস্রাধিক মা’দের উপস্থিতি ও অত্র বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী তানজিলা আক্তার ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় পুরুষ্কার প্রাপ্ত হওয়ায় বিদ্যালয়ের প্রশংসা করেন।

নওগাঁর ধামইরহাটে বাসদ এর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত
আব্বাস আলী, নওগাঁ সদর প্রতিনিধি :: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ মঙ্গলবার বিকাল ৪ টায় ধামইরহাট উপজেলার  ঐতিহাসিক নিমতলীর মোড়ে উপজেলার সমাজতান্ত্রিক দল বাসদের আহবায়ক দেবলাল টুডুর সভাপতিত্বে সমাবেশে নওগাঁ জেলা ছাত্রফ্রন্টের আহবায়হক প্রকাশ বর্মন, জাহানপুর ইউপির আহবায়ক সুন্দরী রানী, ইউপি সদস্য জয়ন্তী রানী প্রমুখ বক্তব্য রাখেন । সমাবেশে বক্তাগণ কৃষি উপকরণের দাম কমানো, ফসলের ন্যায্য মুল, কাজ চাই সবার মুখে খাবার চাই, ন্যায় ভাবে চাকুরি চাই, খাদ্য-রেশনের দাবীতে ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এর নেতৃবৃন্দ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।#

Ruby