বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১২

সুলতানা রাজিয়া বেগম এখন পূর্ণাঙ্গ পুরুষ আব্দুর রাজ্জাক চৌধুরী

সেলিম ভান্ডারী :: মহান স্রষ্টার অশেষ কুদরতি ইশারায় সুলতানা রাজিয়া বেগম ৩ সন্তানের জননী হওয়ার পর ফের আবার পূর্ণাঙ্গ পুরুষে পরিণত হয়েছে। কথাটি শুনে গত বুধবার হাজার হাজার মানুষ তাকে দেখতে আসেন রাজশাহীর বাঘা উপজেলার জোত-সায়েস্তা গ্রামে এক ইসলাম ধর্মীয় সভায়। আশ্চার্য্য বিষয় বলে মন্তব্য করেন বাঘা উপজেলার জনসাধারণ। তবে অবিশ্বাস্য হলেও চরম সত্য বলে দাবি করেন সুলতানা রাজিয়া ওরফে আব্দুর রাজ্জাক চৌধুরী । তিনি উপস্থিত হাজারও দর্শক শ্রোতাদের মাঝে বলেন, ১৯৭৯ ইং সালের ৭ অক্টোবর এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। ওই দিন মহিলা থেকে পুরুষ হওয়ার খবর শুনে ঢাকা পিজি হাসপাতালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুলতানা রাজিয়ার নাম পরিবর্তন করে আব্দুর রাজ্জাক চৌধুরী রাখেন।  এর পূর্বে তিনি গৃহবধু হিসেবে তিন সন্তানের জননী হয়েছেন বলে জনান। মুসলিম ধর্মীয় সভা সমাবেশে লিপ্ত থাকায় ধর্মপ্রান এই ব্যাতিক্রমধর্মী লোকটির ডাক নাম দেওয়া হয় আম্মা হুজুর মৌলভী আব্দুর রাজ্জাক চৌধুরী। তিনার বর্তমান বয়স ৬৫ বছর তার ঔরশে বর্তমানে এক মেয়ে দুই ছেলে জন্ম নেয়। পূর্বেও আব্দুর রাজ্জাকের গর্ভে অর্থাৎ সুলতানা রজিয়া খাতুন থাকা কালীন দুই ছেলে এক কন্যা সন্তান রয়েছে বলে জানান। আম্মা হুজুর আব্দুর রাজ্জাকের বর্তমান ঠিকানা ১০ নং মিরপুর, কাজিপাড়া, ঢাকা। তিনি গত ১২ ডিসেম্বর কুষ্টিয়ার ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ এর উদ্দোগে সন্ধা থেকে গভির রাতভর ধর্মীয় মাহফিলে হাজারও মুসলমানদের উপস্থিতিতে উল্লেখ্য একই বর্ননা দেন বলে জানা যায়। বাঘায় ভাষন কালে  শ্রোতা ও দর্শক বিস্মিত হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক ইঙ্গিতের শুকরিয়া আদায় করেন। তিনার সঙ্গে কথা বলতে (০১৭১৯-৯২২৩১৯) নাম্বারে যোগাযোগ করার অনুমতি দিয়েছেন। সর্বশেষে আম্মা হুজুর বিশ্ব মুসলিম উল্লামার জন্য দোয়া কামনা করেন।
Ruby