সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

রাষ্ট্রিয় মর্যাদায় শেষকৃত্য নাটোরের সাংবাদিক মুক্তিযোদ্ধা গনেশ চন্দ্র সরকারের মৃত্যু

বাঘা নিউজ ডটকম, বিজয় ঘোষ, ২৬ ডিসেম্বর : দৈনিক জনতার নাটোরের স্টাফ রিপোর্টার মুক্তিযোদ্ধা গণেশ চন্দ্র সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত সাড়ে দশটার দিকে কানাইখালীতে তার নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেছেন। দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভোগের পর প্রায় এক মাস আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার সকাল ১১টার দিকে তার মরদেহ নাটোর কেন্দ্রীয় মহাশশ্মনে ম্যাজিষ্ট্রেট আকতারুন নাহারের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ্য করা হয়। গনেশ চন্দ্র সরকার গত প্রায় ১৫ বছর ধরে দৈনিক জনতায় সাংবাদিকতা করতেন। তার মৃত্যুতে নাটোরের সাংবাদিক, রাজনৈতিক ও  সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতা ছাড়া নাটোর জেলা মৎস্য জীবি সমবায় সমিতির সাধারন সম্পাদক ছিলেন।
    দৈনিক জনতার নাটোরের স্টাফ রিপোর্টার গণেশ চন্দ্র সরকারে মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় সহ-সভাপতিও জেলা জাতীয় পাটির সভাপতি সাবেক এমপি মজিবুর রহমান সেন্টু, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, সেক্রেটারী অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, নাটোর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম মোস্তফা খোকন ও সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা ।

Ruby