শনিবার, ৭ জানুয়ারি, ২০১২

বাঘা পৌর আ’লীগের সাধারন সম্পাদক হলেন কামাল হোসেন

বাঘা নিউজ ডটকম, আব্দুল লতিফ মিঞা, নিজস্ব প্রতিবেদক :: বাঘা পৌর আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক কামাল হোসেনকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে । গতকাল শনিবার সকালে বাঘা ডাক বাংলো প্রাঙ্গনে পৌর আ’লীগের কার্যকরী কমিটির সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে তাকে ওই পদে নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক লায়েব উদ্দীন লাভলু, উপজেলার আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমানুল হক দুদু, সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক মোজাম্মেল হক, সদস্য সিরাজুল ইসলাম মুন্টু, মহসিন আলী, প্রভাষক ইসমাইল হোসেন, প্রভাষক ছানোয়ার হোসেনসহ অন্যান্য নের্তৃবৃন্দ। পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস জানান, ২০০৩ সালে অনুষ্টিত সম্মেলনে পৌর কমিটির সাধারন সম্পাদক আফসার আলী গত বছরের ২৪ জানুয়ারী মৃত্যু বরন করলে ওই পদটি শূন্য হয়ে যায়। শনিবার পৌর আ’লীগের কার্যকরী কমিটির সাধারন সভার সিদ্ধান্ত মতে  যুগ্ন সম্পাদক কামাল হোসেনকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
Ruby