মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

আটককৃতর ৬ মাসের কারাদন্ড বাগমারায় চুলাই মদের কারখানার সন্ধান লাভ

বাঘা নিউজ ডটকম,বিজয় ঘোষ/নাজিম হাসান, ২৭ ডিনেম্বর ঃ  রাজশাহীর বাগমারা র‌্যাব-৫ ক্যাম্পের একটি টহল দল গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গনিপুর ইউনিয়নের মহববতপুর (ঢিকিপাড়া) গ্রামে অভিযান চালিয়ে চুলাই তৈরী মদের কারখানার সন্ধান লাভ ও মদ তৈলীর সাথে জড়িত থাকার অভিযোগে একজন আটক করেছে। আটক কৃর নাম ইসলাম হোসেন(৩০), সে ওই গ্রামের আবুল কাশেম মন্ডলের ছেলে।
বাগমারা র‌্যাব ক্যাম্পের কমান্ডার ড.মির্জা গোলাম সারোয়ার পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে র‌্যাবের টহল দলটি মহববতপুর গ্রামের আবুল কাশেমের বাড়ীতে হানা দেয় চুলার উপর মদ তৈরীর সময় তার ছেলে ইসলাম হোসেনকে আটক করে এবং দুই লিটার মদ ও মদ তৈরীর যাবতীয় সরমজম উদ্ধার করে । পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে, ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার(ভুমি) শুনানী শেষে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এব্যাপারে বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) সাইদুর রহমান জানান, আসামী নিজের দোষ স্বীকার করা এবং স্বাখ্য প্রমান পাওয়ায় আসামী ইসলাম হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উল্লেখ্য ইসলাম হোসেন এর আগেও একাধিকবার র‌্যাব ও পুলিশের হাতে ধরা পড়েছিলেন বলে জানা গেছে।

Ruby