skip to main |
skip to sidebar
রাত যত গভীর হয় কাপড় তত ছোট হয়: পাংশায় যাত্রার নামে চলছে অশ্লীল নৃত্য
বাঘা নিউজ ডটকম, এম এ আল মারুফ, রাজবাড়ী প্রতিনিধি :: রাজবাড়ীর পাংশা উপজেলাধীন মৌরাট ইউপির বাগদুল বাজারে যাত্রার নামে চলছে অশিল নৃত্য প্রদর্শনী।জানা গেছে, গত ৪ জানুয়ারী থেকে শুরু হওয়া সুন্দরবন অপেরা নামের যাত্রার দলটি অভিনয়ের নামে সারারাত ব্যাপী নগ্ন নৃত্য প্রদর্শন করছে। অভিযোগ রয়েছে প্রশাসনের নাকের ডগায় এ যাত্রা পরিচালিত হলেও তারা সাধারন দর্শকের মত নিরব ভুমিকা পালন করছে। এ যাত্রায় দর্শক হিসেবে এলাকার উঠতি বয়সের ছেলেদের বেশি ভীড় লক্ষ করা যাচ্ছে। একটি নির্ভর যোগ্য সুত্র জানায়, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভ্রাম্যমান প্রতিতাদের নিয়ে এসে যাত্রার নামে এ প্রদর্শনী চলছে। এলাকার সুধী সমাজের সাথে কথা বলে জানা যায়, কোন ধরনের উপলক্ষ ছাড়াই এ যাত্রার আয়োজন করা হয়েছে এবং এই নগ্ন প্রদর্শনীর কারনে এলাকার যুবসমাজ ধীরে ধীরে অবক্ষয়ের দিকে যাচ্ছে। এ ব্যাপারে যাত্রার আয়োজকেরা জানান, যথাযথ কতৃপক্ষের অনুমতি নিয়েই বাজারে এ যাত্রা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তবে এলাকার সচেতন মহলের দাবী যাত্রার নামে এই অশিল নৃত্য প্রদর্শনী বন্ধ করতে জরুরীভাবে ব্যাবস্থা গ্রহন করতে হবে।(সূত্র-বিজয় নিউজ ২৪ ডটকম)