তিনি আজ আমাদের মাঝে নেই, আছে লাখ ভক্ত হৃদয়ে, কিন্তু রেখে গেছে তাঁর অফুরন্ত স্মৃতিভরা গীত ও কবিতা। তারই একটি কবিতা নিম্নে দেওয়া হলো-
‘ভাঙ্গা নায়ে’
ওস্তাদ অনুপ কুমার দাস
এইতো সেদিন ছিলাম আমি
এই আঙ্গিনায় এইখানে
তোমাদেরই হৃদয় জুড়ে
সবার গাওয়া গানে গানে ।।
এখন আমার বসতবাড়ী
অচিন পুরের দুর গাঁয়ে
সেথায় আমার জীবন চলে
স্বজন হারা ভাঙ্গা নায়ে ।।
এইখানে ঠিক এই ঘরেতে
ছিল আমার যাওয়া আসা
দু’হাত ভরে বিলিয়ে দিলাম
কত স্নেহ ভালবাসা ।।
চলছে সবাই আগের মত
শুধু কোথাও নেই আমি
তোমাদেরই হাসি খেলায়
কোন খানেই নেই আমি।।
ওস্তাদ অনুপ কুমার দাস
এইতো সেদিন ছিলাম আমি
এই আঙ্গিনায় এইখানে
তোমাদেরই হৃদয় জুড়ে
সবার গাওয়া গানে গানে ।।
এখন আমার বসতবাড়ী
অচিন পুরের দুর গাঁয়ে
সেথায় আমার জীবন চলে
স্বজন হারা ভাঙ্গা নায়ে ।।
এইখানে ঠিক এই ঘরেতে
ছিল আমার যাওয়া আসা
দু’হাত ভরে বিলিয়ে দিলাম
কত স্নেহ ভালবাসা ।।
চলছে সবাই আগের মত
শুধু কোথাও নেই আমি
তোমাদেরই হাসি খেলায়
কোন খানেই নেই আমি।।