বাঘা নিউজ ডটকম, মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজার ও মার্কেটগুলোর দোকানে চলছে জমজমাট মেমোরি ডাউন লোড ব্যবসা। এই মেমোরী ডাউন লোড ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও প্রশাসনের ভুমিকা নিয়ে সচেতন মহল সংশয়ে রয়েছে। আবার অনেকে সচেতন না হওয়ায় দিন দিন ভয়স্কর হয়ে উঠেছে এই ব্যবসাসা। অনুসন্ধানে জানাগেছে, অডিও, ভিডিও গান, ছবি, নাটক ইত্যাদি ডাউনলোডের নাম করে সামাজিক ভাবে ব্যবসাটি শুরু হলেও বর্তমানে তা অসামাজিকতায় ব্যাপক ভাবে রুপ নিয়েছেন। এখন মেমোরী কার্ডে গান, ছবি নাটকের পাশাপাশি নীল ছবি ও ডাউনলোড করা হচ্ছে। ফলে তরুন, যুবক, ছাত্রী ও ছাত্র সমাজ ধবংসের দিকে ধাবিত হচ্ছে। আর এর প্রভাবে ইউটিজিং ও ধর্ষনের মতো অপরাধ মূলক কর্মকান্ড দিন দিন বেড়ে চলছে তাদের নিজস্ব গতিতে। মেমোরী ডাউনলোডের দোকানগুলোতে ছাত্র/ছাত্রীসহ বিভিন্ন বয়সের লোকজন সকাল থেকে গভীর রাত পর্যন্ত লেগে থাকে ভিড়। বিশেষ করে বিশেষ করে ডাউনলোডের দোকানগুলোতে দেখা যায় ছাত্র/ছাত্রী ও যুবকদের বেশী আনাগোনা। তারা এসব দোকানে অধিক সময় নষ্ঠ করে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এ ছাড়া চায়নার তৈরী মোবাইল গুলো দামে সস্তা হওয়ায় ছাত্র/ছাত্রীসহ সকলের হাতে হাতে মাল্টিমিডিয়া মোবইল মোবইল থাকায় এসব মোবাইল থাকায় সহজেই নীল ছবিসহ বিভিন্ন ধরনের অপর্কমের ভিডিও।
