শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার একটি ইটভাটা থেকে বন্দি অবস্থায় শিশু ও নারীসহ ১১ শ্রমিক উদ্ধার, গ্রেপ্তার-৩, চারটি মোবাইল ফোন উদ্ধার


বাদল সাহা, গোপালগঞ্জ :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার একটি ইটভাটা থেকে বন্দি অবস্থায় শিশু ও নারীসহ ১১জন ইটভাটা শ্রমিককে উদ্ধার করেছে র‌্যাব-৮শুক্রবার ভোর রাতে উপজেলার কুশলী পিয়াল ব্রিক্সে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেএ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে র‌্যাব
র‌্যাব-৮ এর ক্যাপটের এরশাদ হোসেন জানানপ্রায় সাড়ে তিনমাস আগে পিয়াল ব্রিক্সে কাজ নেয় তারাতাদের বেতন না দিয়ে কাজ করিয়ে নজরবন্দি করে ভাটার একটি ঘরে আটকে রাখা হতোসেখানে তারা মানবেতর জীবন যাপন করছিলেনপরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল খায়েরের নেতৃত্বে ওই ইটভাটায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়
উদ্ধারকৃতরা হলো সাতক্ষীরা জেলার পদ্মপুকুরপাড়া গ্রামের মোঃ আবু দাউদ মোড়লের ছেলে রেজাউল করিম রাজু মোড়ল (৩৫). তার স্ত্রী শরীফা বেগম (৩০), মেয়ে কুলসুম খানম (৭), খুলনা জেলার কয়রা গ্রামের ফারুক ঢালীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম ঢালী (৩৫), একই গ্রামের মোঃ খালেক ঢালীর ছেলে আলমগীর ঢালী (১৪), আব্দুল হামিদ মোড়লের ছেলে হাবিবুর রহমান (২৭), আবু বক্কর সরদারের ছেলে আফসার সরদার (৩২), মদিনাবাদ গ্রামের মোঃ হাসেম ঢালীর ছেলে মোঃ মোশারফ ঢালী (২৫), মোঃ মোক্তার সরদারের ছেলে মোঃ কামরুল সরদার (৩১). মোঃ কামরুল সরদারের ছেলে আল আমীন সরদার (১৫) ও বাগেরহাট জেলার লখপুর গ্রামের মজিদ শেখের ছেলে মোঃ রাজু শেখ (১৮)। এ অভিযানকালে র‌্যাব সদস্যা ইটভাটার সহকারী ম্যানেজার মোঃ রুবেল তালুকদার (২০), মিস্ত্রি মোঃ আদম আলী (৩০) ও এস্কেবেটর ড্রাইভার মোঃ খায়রুল সরদারকে (৩২) গ্রেপ্তার করেএসময় ভাটা শ্রমিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়
 বন্দিদশা থেকে মুক্ত শ্রমিকেরা জানায়, দিনে ভাটার কাজ করার পর সন্ধ্যায় আমাদের সবাইকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হতোবেশ কিছু দিন আগে আমাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় ভাটা কর্তৃপক্ষফলে আমরা বাড়ীর লোকজনের সাথে যোগাযোগ করতে পারিনিএমনকি সাড়ে তিন মাসের মধ্যে আমাদের মাত্র দেড় মাসের বেতন দেওয়া হয়েছেএখন বেতন বন্ধ করে দিয়ে আমাদের জোর করে কাজ করাচ্ছিলকাজ করার সময় আমাদের ভাটার বাইরে যেতে দেওয়া হতো না
 গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল খায়ের জানান, এব্যাপারে ভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে
Ruby