রবিবার, ৪ মার্চ, ২০১২

শিশুদের সুন্দর স্বপ্নের উপর নির্ভর করছে আগামীদিনের সমৃদ্ধির বাংলাদেশ

জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো :: চলো স্বপ্ন দেখি-ওড়াই স্বপ্ন ঘুড়ি, আগামী দিনের জাতির কর্ণধার এই শিশুদের আকাশের সীমানায় সূর্যের ঠিকানায় পৌঁছার স্বপ্ন দেখাতে ডিসি হিলে শিশুদের পাঠশালা ও বসুধা বিল্ডার্স লিমিটেড দুইদিনব্যাপী আয়োজন করেছে ‘পাঠশালা-বসুধা শিশু উৎসব। দুইদিনে নগরী ও জেলার প্রায় দেড় হাজার কৃতি শিশুদেরকে পুরস্কার প্রদান ও ছয় গুনীজনকে সম্মাননা প্রদানের মধ্যদিয়ে গতকাল শনিবার শেষ হলো পাঠশালা-বসুধা শিশু উৎসবের। গতকাল ৩ মার্চ উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কলামিষ্ট ও চট্টগ্রাম-৮ কোতোয়ালী আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি বলেছেন, শিশুদের মাঝে সত্য ও সুন্দরের স্বপ্নের বীজ বুনতে হবে। শিশুদের সুন্দর স্বপ্নের উপর নির্ভর করছে আগামী দিনের সমৃদ্ধির বাংলাদেশ। আজকের শিশুদের সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে। যেভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছেন এবং সেই লক্ষে কাজ করছেন। এই প্রজন্মকে এখনই ঠিক করে নিতে হবে আমরা কেমন বাংলাদশ চাই। যদি আমরা সুখি, সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই, তাহলে এই শিশুদেরকে সবার আগে শেখাতে হবে দেশ প্রেম। তিনি বলেন, শিশুদের বস্তা ভর্তি বই নিয়ে আর বিদ্যালয়ে যেতে হবে না বর্তমান সরকার প্রতিটি শিশুর জন্য একটি ল্যাপটপ একটি সিডি বিদ্যালয়ের মাধ্যমে হস্তান্তর করার লক্ষে কাজ করে যাচ্ছে। ঐ সিডিতে শিশুর সকল বিষয়ের পাঠ্য লিপিবদ্ধ থাকবে। বিকাল ৩টায় সমাপনী দিনে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করেন বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান।  বিশেষ অতিথি ছিলেন  রূপালি ব্যাংক লিঃ এর পরিচালক আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, শিশুদের পাঠশালার কো চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, শিশুদের পাঠশালার দাতা সদস্য হাজী মোঃ সাহাবুদ্দিন। গতকাল সমাপনী অনুষ্ঠানে তিন গুণী ব্যাক্তিকে পাঠশালা সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন-মুক্তিযোদ্ধা লেখক ও গবেষক সিরু বাঙালি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, দৈনিক পূর্বকোণের সিনিয়র সাংবাদিক-কবি আবু তাহের মুহাম্মদ। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ নুরুল ইসলাম বিএসসি সংবর্র্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুদের পাঠশালার চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শিশুদের পাঠশালার পরিচালক শুকলাল দাশ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু উৎসব উদযাপন পরিষদের মহাসচিব এ্যাড. উত্তম কুমার দত্ত, পাঠশালার আজীবন সদস্য অ্যাডভোকেট সালাউদ্দিন লিপু, মোঃ আইয়ুব, শিশুদের পাঠশালার উপ পরিচালক অভিজিত রায় পুলক, শিশুদের পাঠশালার পরীক্ষা কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ দত্ত ক্রেডিট, অলক রায়, মিন্টু কুমার দাশ, চবি শিক্ষক মাধব দীপ, নিয়াজ মোর্শেদ নিরু, সাংবাদিক বিশ্বজিৎ পাল,সুরঞ্জিত শীল, শিশুদের পাঠশালার কেন্দ্র সচিব এএইচএম কাউচার, চন্দনাইশের কেন্দ্র সচিব আমির হোসেন, বোয়ালখালীর কেন্দ্র সচিব সুজন চৌধুরী, সৈয়দ শিবলী সাদিক কফিল, গোলাম সরোয়ার, দোলন দাশ, পাঠশালার শিক্ষা সচিব ডালটন ভৌমিক, রুবেল দাশ প্রিন্স, শিবু কান্তি চৌধুরী, সজল দাশ, শিল্পী নন্দন রায়, শিল্পী অনুপম দেবনাথ পাভেল, অরুণ নাথ, যীশু সেন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন মেহেদী হাসান।
আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, তরুণ প্রজন্মকে অনেক বেশি স্বপ্নচারী হতে হবে। এই স্বপ্ন হতে হবে সত্য ও সুন্দরের। শিশুদের পাঠশালা শিশুদের মাঝে স্বপ্নে বীজ বুনন করে যাচ্ছে। তিনি শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতা শুধু শ্রেণী কক্ষে সীমাবদ্ধ রাখলে হবেনা, পাঠশালা-বসুধা শিশু উৎসবের মতো বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতায়  শিশুদের সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সর্বক্ষেত্রে শিশুদের এই পাঠশালা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। আজকের  শিশু আগামী দিনের ভবিষ্যৎ উলে¬খ করে তিনি পাঠশালার কর্মকান্ডে অটিষ্টিক শিশুদের নিয়ে কাজ করতে পাঠশালা কর্মকর্তাদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বসুধা বিল্ডার্স লিঃ এর সৌজন্যে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে গ্রেড অনুসারে প্রাইজবন্ড, স্কুল ব্যাগ, বই, সনদ ও ক্রেস্ট, প্রাণ গ্র“পের সৌজন্যে প্রাণ মিঃ নুডুনস, জুস, প্রাণ গেইম জোনের মাধ্যমে অংশগ্রহণকারী সকলের জন্য ফ্রি পুরস্কারের ব্যবস্থা, কিষোয়ান গ্র“পের পক্ষ থেকে কিষোয়ান কেক এবং বিএসআরএমের সৌজন্যে ৪’শ জনকে গেঞ্জি প্রদান করা হয়। দু’দিন ব্যাপী এই শিশু উৎসবে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল।
 
Ruby