শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

পিলখানায় বিদ্রোহী- বিডিয়ারের গুলিতে নিহত শহীদ লেঃ কর্ণেল বদরুল হুদা’র ৩য় মৃত্যু বার্ষিকী পালিত, শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালী


বাদল সাহা, গোপালগঞ্জ :: পিলখানায় বিদ্রোহী-বিডিআরের গুলিতে নিহত বিডিআর-১৩ রাইফেল ব্যাটালীয়ানের কমান্ডিং অফিসার বদরুল হুদার ৩য় মৃত্যূবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে শ্রদ্ধা নিবেদন, দোয়া, মিলাদ-মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে
আজ শুক্রবার বিকালে গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়াস্থ পারিবারিক কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা  নিবেদন করে তাঁর ভাই ও এ্যাসেনসিয়ালের ড্রাগ এ ব্যবস্থাপনা পরিচালক ড. পদরুল হুদাএসময়  আত্মীয়-স্বজন ও  বন্ধু-বান্ধবসহ সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেনসেখানে তাঁর রুহের মাগফিরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন, ফাতেহা-পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়

পরে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও শোক র‌্যালী বের করা হয়শোক র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ব্যাংকপাড়াস্থ পারিবারিক কবরস্থানে এসে শেষ হয়বাদ জুম্মা পারিবারিক মসজিদে, গ্রামের বাড়ী সদর উপজেলার কলপুর গ্রামে মসজিদে এবং ভেন্নাবাড়ী মাদ্রাসায় দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়

বিডিআর-বিদ্রোহের কয়েকদিন আগে বদরুল হুদা পিলখানার বিডিআর সদর দপ্তরে বদলী হন এবং ঘটনার আগেরদিন ২৪ ফেব্রয়ারী পিলখানায় বিডিআর সদর দপ্তরে আয়োজিত বিডিআর সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রেসিডেন্ট পদক গ্রহণ করেনপরদিনই পড়েন বিদ্রোহের কবলেএরপর আর তার পরিবারের সাথে কোন যোগাযোগ হয়নি২৮ ফেব্রয়ারী তার মৃত্যুর খবর নিশ্চিত জানা যায়২ মার্চ তার লাশ সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে গোপালগঞ্জে এনে শহরের ব্যাংকপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
Ruby