আমানুল হক আমান, নিজস্ব প্রতিনিধি :: রাজশাহীর বাঘা ২০ ঘন্টা বিদ্যুতহীনের কারনে পুরো উপজেলা অচল হয়ে পড়ে। জানা যায়, রাজশাহীর কাটাখালী এলাকায় সামান্য বাতাসের কারনে একটি বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ে। ওই খুটি মেরামনের অজুহাত দেখিয়ে চারঘাট, বাঘা ও আড়ানী এলাকায় মঙ্গলবার রাত ১১টা থেকে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুতহীন অবস্থায় ছিল। ফলে ওই এলাকার বিভিন্ন কলকারখানা বন্ধ ছিল। বিরতিহীন ভাবে ২০ ঘন্টা বিদ্যুত না থাকায় ব্যবসায়ীরা চরম হতাশা হয়ে পড়ে। উপজেলার আড়ানী বাজারের স্ব-মিল ব্যবসায়ী বাবলু জানান, বিদ্যুত না থাকায় আমার স্ব-মিলের ৬ জন কর্মচারীকে সারাদিনের পারিশ্রমিক দিতে হয়েছে। এতে প্রায় ১০ হাজার টাকার আয় থেকে বঞ্চিত হতে হয়েছে। আড়ানী অভিযোগ কেন্দ্রে ইনচার্জ অখিল কুমার বলেন, বিদ্যুতের খুটি ভেঙ্গে যাওয়ার কারনে সমস্যা দেখা দিয়েছে।
