রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১২

কর্মদক্ষতার মাধ্যমে সারাদেশে এ এলাকার ভাবমুর্তি উজ্জ্বল করতে চাই - যুগ্মসচিব রিপন


জ্যোতি, গাবতলী ও সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :: জন প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদ আলম রিপন বলেছেন, আমি আমার কর্ম দক্ষতার মাধ্যমে সোনাতলা তথা আমার জন্মভূমির সুনাম ও খ্যাতি সারা দেশে ছড়িয়ে দিতে চাই
তিনি গতকাল বগুড়ার সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামে এক সংবর্ধনা ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেনমোঃ নজমুল বারী টাল্লুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন  জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাসুদ আলম রিপনতিনি তার বক্তব্যে বলেন, আমি আমার কর্মদক্ষতার মাধ্যমে সারাদেশে এলাকার সন্তান হিসেবে খ্যাতি অর্জন  করতে চাইপাশপাশি আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছিঅনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাহিনুর  ইসলাম তালুকদার, আমজাদ হোসেন খোকা, নুরে আলম সিদ্দিকী সোহাগ, খায়রুল বারী মুকুল, আরিফুল ইসলাম টিপু, রবিউল ইসলাম বাবু, নুরুল ইসলাম মাস্টার, সাজেদুল করিম রিবন প্রমুখশেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
Ruby