রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১২

গোপালগঞ্জের নিজড়া ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আজিজুর রহমান নির্বাচিত

গোপালগঞ্জ অফিসঃ গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আজিজুর রহমান আজিজ বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে সরদার আজিজুর রহমান আজিজ গরুর গাড়ী প্রতীক নিয়ে ২ হাজার ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফারুক আহম্মেদ বাটু আনারস প্রতীকে পান ২ হাজার ৫০ ভোট। মাত্র ২৬ ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন। সন্ধ্যায় সদর ইউএনও আব্দুল মতিন জানিয়েছেন, এ নির্বাচনে সরদার আজিজুর রহমান আজিজ তার প্রতিদ্বন্দ্বিকে ২৬ ভোটে পরাজিত করেছেন। গত বছরের ৭ জুন অনুষ্ঠিত ইউপি-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান সরদার রবিউল ইসলাম মাত্র তিন মাস পরেই ২৪ সেপ্টেম্বর সড়ক দূর্ঘটনায় মারা গেলে গুরুত্বপূর্ণ এ পদটি শূণ্য হয়ে পড়ে। তাই ইউনিয়নের এ পদটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ইউনিয়নের ৯টি কেন্দ্রে সুষ্ঠু ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিল ৪ হাজার ৭’শ ৯৫ জন। এরমধ্যে ৪ হাজার ১’শ ২৬ ভোট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এ নির্বাচনে পুরুষের চেয়ে মহিলা ভোটারদের উপস্থিতি বেশি ছিল। নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল তৎপর।
Ruby