শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১২

নাটোরে কলেজ অধ্যক্ষের ৮৮টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা


আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোরের বাগাতিপাড়ায় এক কলেজ অধ্যক্ষের ৮৮টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগাতিপাড়া উপজেলার তকিনগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন লাবনের কাছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা সম্প্রতি এক লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় ক্ষুদ্ধ হয়ে দুবৃত্তরা অধ্যক্ষের পারিবারিক তিনটা বাগানের প্রায় এক একর জমির উন্নত প্রজাতীর সাত বছর বয়সী ৮৮টি মুকুল ধরা আম গাছ রাতের আধারে কেটে ফেলেছে। অধ্যক্ষ মকবুল হোসেন লাবন জানান, তার কলেজের পাশে তিনি সভাপতি হয়ে আরেকটি প্রতিষ্ঠান গড়েছেন। এই প্রতিষ্ঠান গড়ার জন্য এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দেয়ায় বুধবার রাত ১১টার দিকে রাতের আধারে সন্ত্রাসীরা বাগানের গাছ গুলো কাটতে থাকে। খবর পেয়ে বাগানের পাশে গিয়ে তারা চিৎকার করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। বর্তমানে বাগানের ৯২টি গাছের মধ্যে আর মাত্র চারটি গাছ অবশিষ্ট রয়েছে। মুকুল ধরা মাঝারী আকারের গাছ গুলো কেটে ফেলায় পরিবারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। গাছের সাথে এই অমানবকি শত্র“তা দেখতে বৃহস্পতিবার সারা দিন এলাকার অসংখ্য মানুষ কেটে ফেলা এই বাগানে সমবেত হয়। ঘটনাস্থল পরির্দশনকারী বাগাতিপাড়া থানার এসআই আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Ruby