বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২

চট্টগ্রামে বেপরোয়া মাদক ব্যবসায়ীরা পাহাড়তলী ও ডবলমুরিংয়ে পুলিশ ১০ কেজি গাঁজা ও ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার-৩


জীবন কৃষ্ণদেবনাথ চট্টগ্রাম ব্যুরো :: মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/প্রসূন কান্তি দাশ, এসআই/মোঃ এনামুল হক, এএসআই/টিটু নাথ সঙ্গীয় ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন আইস ফ্যাক্টরী রোড এলাকা হতে ফেন্সিডিল বিক্রয় করাকালে আসামী ১) মোঃ এনামুল হক, পিতা-মৃত আশরাফ আলী , সাং-আজিমনগর, থানা-ফটিকছড়ি, জেলা-চট্টগ্রাম বর্তমানে ১নং নজু মিয়া লেইন, পাথরঘাটা, থানা-কোতোয়ালী, চট্টগ্রাম’ কে তার প্যান্টের পকেটে খবরের কাগজ ও সুতলী দ্বারা বিশেষভাবে মোড়ানো ৮ (আট) বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল সহ গ্রেফতার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায় উক্ত ফেন্সিডিল সে জনৈক কামাল এর বাসায় নিয়ে যাচ্ছিল। উক্ত আসামীর বিরুদ্ধে ডবলমুরিং থানার মামলা নং-৪০, তারিখ-২২-০২-২০১২ইং, ধারা-১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(ক) রুজু করা হয়েছে। অপরদিকে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নুর নবী এর নেতৃত্বে এএসআই/মোঃ ছালা উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানাধীন সিটি গেইট এলাকায় চেক পোষ্ট করার সময় সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় কুমিল্লা হইতে চট্টগ্রামগামী পিকআপ নং-চট্টঃ মেট্রোঃ ম-১১-০২২৭ গাড়ীটি চেক পোষ্টের সামনে এলে গাড়ীটি থামার জন্য সিগন্যাল দিলে গাড়ীর চালক গাড়ীটি না থাকিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় মোবাইল গাড়ীর সহায়তায় পিছু ধাওয়া করলে চেক পোষ্টের একটু দক্ষিনে গিয়ে গাড়ী থামিয়ে চালক ও আরো একজন লোক গাড়ী থেকে নেমে দৌড়ে পালানোর সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী মোঃ ফারুক(২৩), পিতা-মৃত মান্নান মিয়া, সাং-আকবরপুর, ঈদগা বাড়ী, থানা-কসবা, জেলা-বিবাড়ীয়াকে গ্রেফতার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মখে গাড়ীটি তল্লাশী করে ড্রাইভারের সিটের নিচ  হতে ০১টি সাদ প্লাস্টিকের বস্তার ভিতর ১০(দশ) কেজি গাঁজা যার অনুমান মুল্য ৬০,০০০/- টাকা পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামী তার পলাতক আসামীর সহযোগীতায় উক্ত মাদক বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রাম নিয়ে আসছে বলে জানায়। এই সংক্রান্তে পাহাড়তলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

Ruby