মঙ্গলবার, ২০ মার্চ, ২০১২

বাঘায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্কুল শিক্ষক শফিকুল গ্রেফতার

বাঘা নিউজ ডটকম :: রাজশাহীর বাঘায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্কুল শিক্ষক শফিকুল ইসলামকে গতকাল সোমবার গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার তেপুকুরিয়া গ্রামের মৃত নাজিম মোল্লার ছেলে স্কুল শিক্ষক শফিকুল ইসলাম, আড়পাড়া গ্রামের শামসুল হকের মেয়ে সেলিনা আক্তারের ১৩ বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের দুই বছর তাদের সংসার সুখের হলেও পওে শুরু হয় সেলিনার উপর নানা নির্যাতন। এছাড়া শফিকুল প্রতিনিয়ত সেলিনার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনতে বলে, তাতে রাজি না হলে শুরু হয় নির্যাতন। এক পর্যায়ে তাদের বিয়ের ১৩ বছর অতিবাহিত হলেও সেলিনার কোন সন্তান না হলে ২০০৭ সালে তালাক দেয়। অবশেষে সেলিনা বাদী হয়ে রাজশাহী জজ আদালতে ১০২/০৭ নং মামলা দয়ের করে। পরবর্তীতে সেলিনার বাবা তার নামে জমি রেজিষ্ট্রি করে বাড়ি করে দিলে শফিকুল শরিয়ত অনুসারে তাওবা করে সামাজিক ভাবে আবার স্ত্রীকে হিসেবে গ্রহন করে। তাতেও শফিকুলের স্বভাবের পরিবর্তন ঘটেনি। আগের মতই একের পর এক নির্যাতন করতে থাকে। বন্ধা মহিলাসহ নানান রকম মিথ্যা অপবাদ দিয়ে প্রতিনিয়ত মারধর করে সেলিনাকে। এক পর্যায়ে ২০১১ সালে সেলিনা অন্তসত্তা হয়। জানুয়ারী মাসে সেলিনার গর্ভে একটি মেয়ে সন্তান জন্ম গ্রহন করে। মেয়ের নাম সিরাজুল মুনিরা। মেয়ে সন্তান হওয়ায় সেলিনাকে স্ত্রী হিসেবে গ্রহন করবে না মর্মে আবারও নির্যাতন শুরু করে। অবশেষে তার বাবার বাড়িতে চলে আসে। এক পর্যায়ে সেলিনা তার স্বামীর বাড়িতে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। অবশেষে স্ত্রী ও সন্তানকে মেনে না নেয়ায় ১৩ মার্চ বাঘা থানায় যৌতুক ও মারধর করে মর্মে ১১(গ) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-১৬। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ হাসমী বলেন, তদন্ত সাপেক্ষে মামলার সত্যতা পাওয়া গেছে বিধায় আসামী শফিকুলকে গ্রেফতার করা হয়েছে।
Ruby