শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে জলদস্যু নিহত

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে এক জলদস্যু নিহত হয়েছে। গতকাল  বৃহস্পতিবার ভোরে বন্দরের বর্হিনোঙ্গরে পতেঙ্গা থানাধীন জেলেপাড়ার অদূরে এ ঘটনা ঘটে। নিহত জলদস্যুর নাম শাহীনের (২৭)। সে বাগেরহাট জেলার হাসান তালুকদার এর পুত্র।  একটি জাহাজ ডাকাতির কালে কোস্টগার্ডের তাড়া খেয়ে  পালাতে গিয়ে সাগরে লাফ দিয়ে পড়ে তারমৃত্যু হয়েছে বলে জানা গেছে। এসময় আরো দু’জন জলদস্যুকে কোস্টগার্ড সদস্যরা  আটক করেছে।

জানা গেছে, এমভি আন্দাকিনি নামে একটি জাহাজে জলদস্যুরা আক্রমণ করেছে- এ সংবাদ পেয়ে  বুধবার রাত দেড়টার দিকে কোস্টগার্ডের  অ্যান্টি পাইরেসি দল অভিযানে নামে। এসময় কোস্টগার্ডের  টহল দল একটি খালি নৌকা থেকে কিছু রশি ও মালামাল উদ্ধার করে। ভোরের দিকে টহলদল পতেঙ্গা জেলেপাড়ার কাছে একটি নৌকায় তিনজনকে দেখতে পায়। কোস্টগার্ডের  টহল বোট ওই নৌকার দিকে যাওয়ার সময় তিনজন নৌকা থেকে পানিতে লাফ দেয়। কোস্টগার্ড সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে শাহিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অতিরিক্ত লোনা পানি পানের ফলে গুরুতর অসুস্থ হয়ে সে মারা যায়। সুস্থ  অপর দু’জনকে  পতেঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানালেন কাস্টগার্ডের চট্টগ্রাম অঞ্চলের অপারেশন অফিসার লে. কমান্ডার মেহেদী ।
Ruby