রবিবার, ৪ মার্চ, ২০১২

বাঘায় মশুরের আশাতীত ফলনের সম্ভাবনা

আমানুল হক আমান ::  বাঘায় চলতি রবি মৌসুমে ডাল ফসল মশুরের আশাতীত ফলনের সম্ভাবনা রয়েছে। রোপনকৃত ডাল ফসল মশুর কৃষকের ঘরে কিছু কিছু উঠতে শুরু করেছে। তবে ভরা মৌসুম এখনও শুরু হয়নি। দুই/এক সপ্তাহের মধ্যে পুরোদমে উঠতে শুরু করবে বলে কৃষকরা জানান। লক্ষ্য মাত্রার চেয়ে বেশি রোপন হয়েছে বলে কৃষি অফিস জানান। শুধু মশুর নয়, গম, পেয়াজ, রসুন, ছোলা, খেসারী, সরিষার আশাতীত ফলন হয়েছে। আড়ানী গোচর গ্রামের আলম হোসেন বলেন, গত মৌসুমে দুই বিঘা জমিতে মশুর ছিল। এবছর এক বিঘা বাড়িয়ে তিন বিঘা জমিতে মসুর আবাদ করেছি। গত বারের চেয়ে এবার ফলন ভাল হবে আশা করছি। হামিদকুড়া গ্রামের বিরাজ উদ্দিন বলেন, আমি বরাবর গমের আবাদ করি। এবছর দুই বিঘা মশুর আবাদ করেছি। ব্যবসায়ী ডাবলু বলেন, গত বারের চেয়ে এবার হাটে মশুর আমদানী বেশি লক্ষ্য করছি। উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান খাঁন বলেন, এবার আবহাওয়া অনুকুলে থাকায় ডাল ফসল মশুরের আশাতীত ফলনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর, হেক্টর প্রতি ১ দশমিক ২ মেট্ট্রিক টন মশুর উৎপাদন আশা করছে। মসুর ডালের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ হাজার ৭৮০ হেক্টর। চাষ হয়েছে ২ হাজার ৯৭০ হেক্টর।
Ruby