শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১২

চট্টগ্রামে মেট্টো পলিটন প্রেস ক্লাব গঠিত সভাপতি জামাল সম্পাদক জীবন




চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রামে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নির্যাতিতদের পাশে দাড়াতে সুসংগঠিত হল এক ঝাঁক বস্তুনিষ্ট কলম সৈনিকের বলিষ্ট সংগঠন চট্টগ্রাম মেট্টো পলিটন প্রেস ক্লাব গঠিত হল গতকাল। বঞ্চিত ও নির্যাতিত সাংবাদিকদের সংগঠন গতকাল স্থানীয় আগ্রাবাদস্থ অস্থায়ী কার্যালায়ে এক বর্ধিত সভার মাধ্যমে ১০ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মেট্টো পলিটন প্রেস ক্লাবের কার্যকারী কমিটি সবার উপস্থিাতিতে  ঘোষনা করা হয়। এতে মেট্টো পলিটন প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন এম. জামাল উদ্দিন প্রকাশক সম্পাদক সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম ও সাধারণ সম্পাদকের পূর্ণ মর্যাদা পান ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক হাজারিকা প্রতিদিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান জীবন কৃষ্ণদেবনাথ । এতে অন্যন্যাদের মাঝে সদস্য নিবার্চিত হন ইব্রাহিম চৌঃ (দৈনিক শাহ আমানত প্রতিনিধি)  মতিউর রহমান ব্যুরো প্রধান পাক্ষিক অপরাধ চক্র। শেখ মোঃ শফি দৈনিক বর্তমান বাংলা । এ. এম. রানা প্রতিনিধি দৈনিক আজকের প্রত্যাশা। আবুল হোসেন চৌঃ সাপ্তাহিক আসে দিন যায়। আলী আজগর সংবাদ দাতা সাপ্তাহিক আসে দিন যায়। জয়নাল আবেদীন জনি নিবার্হি সম্পাদক সাপ্তাহিক আবেদন। এম আমিন উল্লাহ মেজর সাপ্তাহিক সূর্য্যদয় ।  এছাড়া উক্ত মেট্টো পলিটন প্রেস ক্লাবের পরিবারে সদস্য হতে আগ্রহী সংবাদদাতাদের অতিশয় আমাদের সংগঠনের সাধারণ সম্পাদকের ই-মেলে যোগাযোগ করতে বলা হচ্ছে।
Ruby