জ্যোতি, গাবতলী ও সোনাতলা (বগুড়া) থেকে :: বগুড়ার সোনাতলা উপজেলায় বিয়ের প্রলোভন দিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষনের ঘটনায় লোক লজ্জার ভয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা। ঘটনাটি ঘটেছে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কোয়ালীপাড়া গ্রামে। প্রেমিকা জানিয়েছে, ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে বগুড়া আযিযুল হক কলেজের অনার্স পড়ুয়া ছাত্র শাহিন মিয়া (২২) এর সাথে একই গ্রামের টুকু মিয়ার মেয়ে ও বালুয়াহাট জাহানারাবাদ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী (১৮) এর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই এক পর্যায়ে প্রেমিক শাহিন প্রেমিকাকে বিয়ের প্রলোভন দিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। শনিবার ওই কলেজ ছাত্রী প্রেমিকা পার্শ্ববর্তী বাড়িতে দুপুর ১২টার দিকে মোবাইল চার্জ দিতে যাওয়ার সময় প্রেমিকের বাড়ির সামনে পৌছলে প্রেমিক তাকে নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই বাড়িতে কোন লোকজন ছিলনা বলে জানা গেছে। পরে বিষয়টি জানাজানি হলে প্রেমিকাকে তার পরিবার বাড়ি থেকে বের করে দেয়। প্রেমিকা কোন উপায় না পেয়ে বিকাল ৩ টায় প্রেমিক শাহিন মিয়ার বাড়িতে অবস্থান নেয়। প্রেমিকা জানিয়েছে, প্রেমিকের সাথে তার বিয়ে না হলে সে বিষ পানে আত্মহত্যা করবে। এ রিপোর্ট রাত্রি ৮টায় লেখা পর্যন্ত প্রেমিকা প্রেমিকের বাড়িতে অবস্থান করছিল এবং পলাতক রয়েছে।
এ ব্যাপারে সোনাতলা থানার ওসি আব্দুর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি জানেন না, খোজ নিয়ে দেখবেন বলে জানান।
এ ব্যাপারে সোনাতলা থানার ওসি আব্দুর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি জানেন না, খোজ নিয়ে দেখবেন বলে জানান।
