রবিবার, ৪ মার্চ, ২০১২

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ডাহুক পাখি


মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে ডাহুক পাখি। প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশের বন্ধু এই ডাহুক পাখি রক্ষার কোনই উদ্যোগ নেই। এদের নিরাপদ বাসস্থান ও খাদ্য মজুদ এলাকাগুলো নির্বিচারে নষ্ট করে ফেলা এবং শিকারীদের অপতৎপরতায় ডাহুকসহ নানান পাখি হারিয়ে যেতে বসেছে। আগে গ্রামাঞ্চলে প্রচুর বনজঙ্গল, গাছপালা, খাল-বিল, নালা এবং পুকুর-জলাশয় ছিল। পাখিগুলো এসব বনজঙ্গল ও গাছপালায় নিরাপদে বাসা বেঁধে খাল-বিল, নালা ও পুকুর-জলাশয় থেকে প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে প্রকৃতি মাতিয়ে রাখতো। কিন্তুু মানুষজন নির্বিচারে কেটে চলেছে বনজঙ্গল ও গাছপালা। ভরাট করছে খাল-বিল ও পুকুর-জলাশয়। কিন্তুু নতুন করে তৈরী হচ্ছেনা বনজঙ্গল, গাছপালা, খাল-বিল ও পুকুর-জলাশয়। সেসব স্থান নির্বিচারে নষ্ট করে ফেলায় এখন আর চোখে পড়েনা মুক্ত আকাশে পাখিদের সাড়িবদ্ধ উড়ে চলা এবং ভোর সময়ে বিচিত্র রকমের কিচির-মিচির শব্দ। প্রকৃতির বৈচিত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে বিলীন হতে চলা ডাহুকসহ অন্যান্য পাখি রক্ষার জন্য এখনই পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে বলে সচেতন মহল মনে করছেন। #

Ruby