শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

বর্তমান সরকার ধর্মীয় শিক্ষাকে আধুনিক শিক্ষার সাথে সম্পৃক্ত করেছে -আব্দুল মান্নান এমপি


জ্যোতি, গাবতলী-সোনাতলা (বগুড়া) থেকে :: বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, বর্তমান সরকার ধর্মীয় শিক্ষাকে আধুনিক শিক্ষার সাথে সম্পৃক্ত করেছে
তিনি গত শুক্রবার বগুড়ার সোনাতলার সৈয়দ আহম্মদ মডেল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন
আব্দুল মান্নান বলেন, ২০০১ সালের নির্বাচন ছিল ষড়যন্ত্র ও চক্রান্তেরবিএনপি-জামায়াত ষড়যন্ত্র চক্রান্তের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে সকল ক্ষেত্রে অরাজকতা, লুটপাট ও বিরোধী দলীয় নেতাকর্মীর উপর হামলা-মামলার রাজত্ব কায়েম করেছেআমি আমৃত এলাকার মানুষদের ভাগ্যের উন্নয়নে কাজ করে যেতে চাইআব্দুল মান্নান আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিপরিশেষে তিনি বলেন, এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতে যোগ্যতার মাপকাঠি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবেতাহলেই উন্নয়নের সাথে সম্পৃক্ততা থাকা  সম্ভবঅত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নুরে আলম বাবলু মাস্টারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ পতœী সাহাদারা মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, আলহাজ্ব মোঃ নজবুল হক, সোনাতলা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জিয়াউল কবির শ্যাম্পু, আওয়ামীলীগ নেতা শামছুল হক মাস্টার, তাহেরুল ইসলাম, সৈয়দ আহম্মদ বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুজ্জামান, মাহবুবুল আলম বুলু, মেজবাউল হক জুলু, মুঞ্জুরে আলম রাসেল, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল মোমিন, ইব্রাহীম হোসেন দুলু প্রমুখশেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেনপরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
Ruby