শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

সোনাতলায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় পল্লী পশু ডাক্তার নিহত গাড়ীতে অগ্নি সংযোগঃ সড়ক অবরোধ


জ্যোতি, গাবতলী-সোনাতলা (বগুড়া) থেকে :: গত শুক্রবার বগুড়ার সোনাতলা উপজেলার সীমান্তবর্তী সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন (লাঠিগঞ্জ বাজার) মোড়ে এক ইট বোঝাই ট্রলির ধাক্কার পল্লী পশু চিকিৎসক নিহত হয়েছেএঘটনায় বিক্ষুব্ধ জনতা দূর্ঘটনা কবলিত ট্রলিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছেএছাড়াও এলাকাবাসী ওই রাস্তায় ট্রলি চলাচল বন্ধের দাবিতে ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেপড়ে থানা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেএছাড়াও সোনাতলা ও বগুড়া থেকে ফায়ার সার্ভিস কর্মী এসে আগুন নিভিয়ে ফেলে
গতকাল শুক্রবার দুপুর আনুমানিক আড়াই টায় সোনাতলা-গাবতলী সড়কের লাঠিগঞ্জ বাজার মোড়ে কাগইল এলাকার ফজলুল হক (৪৮) একটি আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে তার ব্যবহৃত মোটর সাইকেলটি বিকল হলে সে রাস্তায় দাঁড়িয়ে গাড়িটি মেরামত করার সময় পিছন দিকে থেকে আকষ্মিক একটি ইটবোঝাই ট্রলি এসে তাকে ধাক্কা মারেএ সময় পল্লী পশু চিকিৎসকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রলিটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়এছাড়াও এলাকাবাসী প্রায় ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রাখেএ সংবাদ পেয়ে বগুড়া ও সোনাতলা ফায়ার সার্ভিসের কর্মী এসে আগুন নিয়ন্ত্রনে আনেপাশাপাশি সোনাতলা ও গাবতলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেএ মর্মান্তিক দুর্ঘটনায় বগুড়া-১ আসনে সংসদ সদস্য আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, সোনাতলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বদিউদ-জ্জামান মুকুল, যুগ্ম সাধারন সম্পাদক বেলাল হোসেন সাগর, নিপুন আনোয়ার কাজল, ইকবাল কবির লেমন শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 
Ruby