মোঃ আককাস আলী, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ সদর উপজেলার ফলিমারা ব্রিজ এলাকায় শালুকা গ্রামের মাহবুবর রহমান স্ট্রবেরি চাষে ব্যাপক সফলতা অর্জন করেছেন। পরীক্ষামূলকভাবে প্রথম দফায় ৫ কাঠা জমিতে ১২শ চারা লাগিয়ে ২ মাসের মাথায় স্ট্রবেরি ফল পেতে শুরু করেন তিনি।৩ লাখ টাকা খরচ করে তিন একর জমিতে স্ট্রবেরি চাষ করে ওই চাষী চলতি মৌসুমেই ৯ লাখ টাকা আয় করতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।
জানা যায়, জেলায় কেবল কোমাইগাড়ী গ্রামে পরীক্ষামূলকভাবে প্রথম স্ট্রবেরির আবাদ শুরু হয়। গত বছর দ্বিতীয় দফায় এক একর জমিতে ১৫ হাজার কাটিং চারা লাগানোর মাধ্যমে উপজেলায় স্ট্রবেরি চাষের সূচনা করে সফল হন তিনি। সরজমিন পরিদর্শনকালে স্ট্রবেরি চাষী মাহবুবর রহমান জানান, গত নভেম্বর মাসে নিজের নার্সারি থেকে ৪৫ হাজার স্ট্রবেরি চারা উত্তোলন করে ৩ একর জমিতে রোপণ করেন। রোপিত চারাগুলোর সঠিক পরিচর্যায় শতভাগ চারাই জীবিত থাকে। চারা লাগানোর ২ মাসের মধ্যেই ফল ধরেছে প্রতিটি গাছে। ১০-১৫দিনের মধ্যে ফল পরিপক্ব ও পেকে লাল হয়ে গেছে। প্রতিটি গাছ থেকে ১-২ দিন পর পরই ফল সংগ্রহ করা যায় এবং এভাবে ৩ মাস পর্যন্ত ফল পাওয়া যায়। প্রতিটি গাছ থেকে গড়ে ৩০০-৫০০ গ্রাম পর্যন্ত পাকা ফল সংগ্রহ করা যায়। তবে প্রতিটি গাছ থেকে কমপক্ষে ১০০টি করে চারা সংগ্রহ করা সম্ভব এবং সেসব চারা প্রতিটি ১০ টাকা হারে বিক্রি করা যায়। জেলার বেশিরভাগ মাটিই স্ট্রবেরি চাষের উপযোগী এবং পরিবেশ ও আবহাওয়াও অনুকূলে। স্ট্রবেরি বর্তমানে ৬০০শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঢাকা এবং বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে মাঠ থেকেই স্ট্রবেরি ক্রয় করে নিয়ে যাচ্ছে। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম নুরুজ্জামান ম-ল জানান, স্পল্পমেয়াদি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কৃষকদের স্ট্রবেরি চাষে উদ্বুদ্ধ করা সহজতর। এ জেলার মাটিও স্ট্রবেরি চাষের উপযোগী।
