বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২

আজ সকাল ৬ টা থেকে শুরু হয়েছে রাজশাহী বিভাগে ৭২ ঘন্টা পরিবহন ধর্মঘট দূর্ভোগে পড়েছে এস.এস.সি পরীক্ষার্থীরা


বাঘা নিউজ ডটকম :: চরম দূর্ভোগে পড়েছে  রাজশাহী অঞ্চলের এস.এস.সি পরীক্ষার্থীরা। আজ বুধবার জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অথচ ৮ দফা দাবীতে ঢাক-রাজশাহী মহাসড়কে ৭২ঘন্টার ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন  শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি। ১ম দিনে আজ বুধবার সকাল ৬ টা থেকে শুরু হয়েছে রাজশাহী বিভাগে ৭২ ঘন্টার ধর্মঘট। ধর্মঘট কে কেন্দ্র করে ঢাকা-রাজশাহী মহসড়কে কোন প্রকার বাস, ট্রাক এমনকি নসিমন, করিমন চলাচল করছেনা। তবে দুই একটা বিআরটি সি বাস পুলিশী পাহারায় চলছে বলে জানাগেছে। আর যদিও দুই একটি গাড়ী চলাচল করে তা ঢাকা-রাজশাহী মহসড়কের পুঠিয়ায় রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পৌঁছলে সেখানে মটর শ্রমিকরা চলাচল বন্ধ করে দিচ্ছে। ফলে পরিবহন সংকটে পড়ে এস.এস.সির জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের  পরীক্ষার্থীদের চরম দূভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ধর্মঘটের শেষ দিন শুক্রবার রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। আগাম দুচিন্তায় পড়েছে নিয়োগ প্রার্থী পরীক্ষার্থীরা। উল্লেখ্য মটর শ্রমিকদের দাবি গুলো হলো ১. পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিতে হবে। ২. ড্রাইভিং লাইচেন্স সহজ শর্তে নবায়ন, নথিভুক্ত ও নতুন ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। ৩. দেশের প্রচলিত নিয়ম ও চুক্তি বর্হিভূতভাবে যে সমস্ত পরিবহন শ্রমিক ইউনিয়নকে রেজিষ্ট্রেশন প্রদান করা হয়েছে তাহা বাতিল করতে হবে। ৪. হাইওয়েও শহরের মধ্যে নিসমন করিমন ভটভটির অৈেবঘ চলাচল বন্ধ করতে হবে। ৫. বর্তমান অনস্থার নিরিখে পরিবহন শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধি করতে হবে। ৬. ট্রাক ও কাভার্ড ভ্যানে ওভারলোড বহন বন্ধ করতে হবে। ৭. মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও অত্যাচার বন্ধ করতে হবে। ৮. বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সম্পাদিত সকল চুক্তি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
এ ব্যাপারে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল হান্নান জানায়, আমরা শ্রমিকের নেতাদের গতকাল মঙ্গলবার সন্ধায় ডেকে ছিলাম তারা আমাদের এলাও  করেনি। তবে আজ বুধবার বগুড়ায় মন্ত্রী সাহেবের সাথে বসার কথা রয়েছে। 
Ruby