বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১২

বাঘায় ২৮ বছর পর নির্মিত হচ্ছে প্রাণী সম্পদ হাসপাতাল


আব্দুল লতিফ মিঞা, নিজস্ব প্রতিবদেক :: বাঘায় ২৮ বছর পর নির্মিত হচ্ছে উপজেলা প্রানী সম্পদ হাসপাতাল। ৫ ফেব্রুয়ারী কার্যাদেশ পাওয়ার পর এ কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান আজিম এন্ড এ্যাসুসুয়েট। গত মঙ্গলবার পিলার ঢালাই কাজের  উদ্বোধনীর মধ্যে দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়েছে। বাঘা পৌর মেয়র আক্কাছ আলী এ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান আসাদ, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কুতুবুল আজিম, আওয়ামীলীগ নেতা প্রভাষক আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা গোলাম মোস্তফা মামুন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংশিষ্ট সূত্রে জানা যায় ভবন নির্মানের জন্য ৩৯ লক্ষ টাকা  এবং বাউন্ডারি ওয়াল নির্মানের জন্য ১৬ লক্ষ টাকা ব্যয় হবে। মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় থেকে গত বছরের নভেম্বর মাসে এ কাজের টেন্ডার বিজ্ঞপ্তি আহবান করা হয়েছিল। 
Ruby