সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১২

বাসে আগুন দেয়ার ঘটনায় নাটোরের সাথে রাজশাহীর সরাসরি বাস চলাচল বন্ধ

আকতার হোসেন অপূর্ব, নিজস্ব প্রতিবেদক :: রাজশাহীর ভদ্রা মোড়ে নাটোরের দুটি বাসে আগুন লাগানো ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে নাটোরের সাথে রাজশাহীর সাথে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এরআগে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ডাকে সকাল থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডাকা হলেও সকাল ১০টা থেকে অন্যান্য জেলা রোডে বাস চলাচল করছে।
    নাটোর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, রাজশাহীর ভদ্রা মোড়ে পরিবহন শ্রমিকরা রোববার বিকালে নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক জামিলুর রহমান কবিরের মালিকানাধীন পদ্মা পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয়। এ সময় তারা নাটোর মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবলীগ সাধারন সম্পাদক নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুলের মালিকানাধীন শামির চয়েস নামের অপর একটি বাসও ভাংচুর করে। এ ঘটনায় রোববার রাতে নাটোর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ জরুরী সভায় মিলিত হয়। সভায় ওই ঘটনার প্রতিবাদে সোমবার থেকে অনির্দৃষ্টকালের জন্য বাস ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়। পরে সোমবার সকাল ১০ টায় তা প্রত্যাহার করে অন্যান্য জেলায় বাস চলাচলের ম্বিদ্ধান্ত নিলেও রাজশাহীর সাথে সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। দায়ী পরিবহন শ্রমিকদের বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানান সমিতির নেতারা।
    নাটোর সমিতির যুগ্ম আহবায়ক জেলা যুবলীগ সাধারন সম্পাদক ও নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল বলেন, যাত্রীদের দূর্ভোগের কথা বিবেচনা করে অন্যান্য জেলায় বাস চলাচল স্বাভাবিক করা হলেও রাজশাহীর সাথে সরাসরি বাস চলাচল বন্ধ থাকবে। আমাদের ক্ষতিপূরণ প্রদান এবং দায়ী পরিবহন শ্রমিকদের শাস্তি দিলেই রাজশাহীর সাথে সরাসরি বাস চলাচল করবে। ###


নাটোর চিনিকলে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

আকতার হোসেন অপূর্ব নিজস্ব প্রতিবেদক
নাটোর চিনিকলের শ্রমিক কর্মচারীরা মজুরী কমিশন বাস্তবায়ন সহ ৮ দফা দাবিতে সোমবার সকাল থেকে ৪৮ ঘন্টার টানা কর্ম বিরতি শুরু করেছে। কর্ম বিরতির পক্ষে সোমবার সকালে মিলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা।
    সকালে কাজ বন্ধ রেখে মিলের প্রশাসনিক ভবনের সামনে মিল গেটে বিক্ষোভ সমাবেশ করে মিলের শ্রমিক কর্মচারীরা। চিনিকল গেটে এক সমাবেশে তারা বলেন, দাবি মানা না হলে আগামীতে অবস্থান কর্মসুচি ছাড়াও টানা ধর্মঘট পালনের ঘোষনা দেন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন নাটোর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এসএম ফিরোজ, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ও শ্রমিক নেতা আবু রায়হান ভুলু প্রমুখ।
Ruby