শুক্রবার, ৯ মার্চ, ২০১২

৮মার্চ নারী অধিকার দিবস

আব্বাস আলী, নওগাঁ সদর প্রতিনিধি :: আগামী ৮মার্চ নারী দিবস উপলক্ষে বাংলাদেশের প্রত্যেক নারীদের আমার শুভেচ্ছা রইল।
নারী দিবস উপলক্ষে প্রত্যেক নারীকে তার অধিকার আদায়ের জন্য সচেষ্ট থাকতে হবে। প্রত্যেক নারীকে তার নিজস্ব অধিকার আদায় করে নিতে হবে। আমরা পুরুষ শাসিত সমাজে বসবাস করি। নারীরা মুখের ভাষা প্রকাশ করতে পারে না। নারীরা পুরুষে জুলুম নির্যাতন মুখ বুঝে সহ্য করে। নারীরা চাই তার পিতৃত্বের সমঅধিকার। পথেঘাটে চাই নিরাপদ ভাবে চলাচল করতে, যেন পুরুষের কোন অকথ্য কথা শুনতে না হয়। নারীরা আজ ইভটিজিংয়ে শিকার। আমরা কেন এরকম ভাবে শিকার হব। তাদের ঘরে কী মা-বোন নেই। তাদের কী কোন বিবেক বুদ্ধি নেই। আমি অনুরোধ করব ঐ সকল পুরুষদের আপনারা নারীদের সম্মান করুন। তাহলে নারীরাও আপনাদের সম্মান করবে। দেশের উন্নয়নের জন্য পুরুষদের পাশাপশি নারীদের ভূমিকা অপরিহার্য। কোন দেশই নারীকে পেছনে ফেলে উন্নত হতে পারে না। তাই আসুন আমরা এক হয়ে কাজ করি, তাহলে সমাজে শান্তি শৃঙ্খল বজায় থাকবে, ধর্ষণ, নির্যাতন কমে যাবে। আর আমি অনুরোধ করব ঐ সকল নারীদের আপনারা আপনাদের পোশাক -আশাক মার্জিত ভাবে পরুন, ইসলামী শরিয়ত মোতাবেক ভাবে চলুন, তাহলে পুরুষরা আর বাজে কথা বলবে না। আপনারা নিরাপদে রাস্তা চলাচল করতে পারবেন। [কিবরিয়া আকতার বানু প্রধান শিক্ষিকা, চকএনায়েত মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, নওগাঁ সদর, নওগাঁ।]
Ruby