শনিবার, ২৪ মার্চ, ২০১২

সিংড়ায় হিল্লা বিয়ে বন্ধ

আকতার হোসেন অপূর্ব, নাটোর প্রতিনিধি :: নাটোরের সিংড়ায় গ্রামের মাতব্বরা ফতোয়া জারি করে হিল্লা বিয়ে দেয়ার সময় তা বন্ধ করে দেয়া হয়েছে। শুক্রবার  উপজেলার বড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।

সূত্র জানায়, সিংড়া উপজেলার বড়িয়া গ্রামের রফিকুল ইসলাম পারিবারিক কলহে স্ত্রী রেজেকা বেগমকে রাগের মাথায় তালাক দেয়। কিন্তু রফিকুলের মৌখিক তালাককে স্বীকার করে রেজেকা বেগম স্বামীর বাড়িতে থাকতে চইলে গ্রামের মতব্বরা ফতোয়া দিয়ে রেজেকা বেগম কে গ্রাম থেকে বের করে দেয়। পরে রফিকুল ইসলাম তার ভুল বুঝতে পেরে স্ত্রী রেজেকা বেগমকে পুনরায় সংসারে ফিরিয়ে নেয়ার কথা জানালে বাধ সাধে গ্রামের মাতব্বরা। তারা ফতোয়া জারি করে বলেন,  রেজেকাকে সংসারে ফিরিয়ে নিতে হলে অণ্যের সাথে হিল্লা বিয়ে দিতে হবে। ইচ্ছার বিরুদ্ধ হলেও স্ত্রী রেজেকাকে ফিরিয়ে পাবার আশায় স্বামী রফিকুল রাজী হয়ে যায় অন্যর সাথে বিয়ে দিতে। হিল্লা বিয়ে দেয়ার জন্য ঠিক করা হয় ওই গ্রামের আপেরফ আলীর ছেলে রহিদুল ইসলামের সাথে। কিন্তু হিল্লা বিয়ের খবর পেয়ে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর মাঠ কর্মকর্তা জুয়েল রানাসহ পল্লী সমাজের নারীরা হিল্লা বিয়ে বন্ধ করে রেজেকাকে তার সংসারে ফিরিয়ে দেয়। বর্তমানে রেজেকা বেগম ১ছেলে ১মেয়ে নিয়ে স্বামী রফিকুলের সংসার করছেন।
Ruby