বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১২

বগুড়ার ২৮ টি সহ ১৭৩ কেন্দ্রে রাজশাহী শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে

জ্যোতি, গাবতলী ও সোনাতলা (বগুড়া) প্রতিনিধি :: চলতি বছর বগুড়ার ২৮টি কেন্দ্র সহ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১৭৩ কেন্দ্রে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীরা স্ব-স্ব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে পারবে না। পাশ্ববর্তী অন্য কেন্দ্রে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। ইতিমধ্যেই পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা নির্ধারন সহ পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।
চলতি বছর রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ৮ জেলার ১৭৩টি কেন্দ্রে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বগুড়া জেলার কেন্দ্রগুলো হচ্ছে, সরকারি আযিযুল হক কলেজ, সরকারি এম রহমান মহিলা কলেজ, সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া কলেজ, নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজ, সোনাতলা সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, সুখানপুকুর সৈয়দ আহম্মদ কলেজ, গাবতলী সরকারি কলেজ, দুঁপচাচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজ, দুঁপচাচিয়া মহিলা কলেজ, সারিয়াকান্দি ডিগ্রি কলেজ, চন্দন বাইশা ডিগ্রি কলেজ, ধুনট ডিগ্রি কলেজ, ধুনট মহিলা কলেজ, শিবগঞ্জ ডিগ্রি কলেজ, মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজ, শেরপুর ডিগ্রি কলেজ, শেরপুর মহিলা কলেজ, নন্দীগ্রাম মুনছুর হোসেন ডিগ্রি কলেজ, নন্দীগ্রাম মহিলা কলেজ, কাহালু ডিগ্রি কলেজ, কাহালু আদর্শ কলেজ, আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ, সান্তাহার সরকারি ডিগ্রি কলেজ, সান্তাহার সৈয়দ আহসানুল হক ডিগ্রি কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, কমর উদ্দিন ইসলামিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও রাজশাহী জেলায় ৩৩, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৩, নওগাঁ ২৬, নাটোর ১৮, পাবনা ২৩, সিরাজগঞ্জ ২১, ও জয়পুরহাট জেলার ১১টি কেন্দ্রসহ অত্র বোর্ডে ১৭৩ কেন্দ্রে চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।  এ ব্যাপারে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম হোরাইরা সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামী ১লা এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা নির্ধারন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় পরীক্ষার্থীরা তাদের স্ব-স্ব কলেজ কেন্দ্রে পরীক্ষা অংশ নিতে পারবে না। পাশ্ববর্তী কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে হবে। তিনি আরও জানান, প্রতিটি উপজেলায় একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। পরীক্ষা নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে অত্র বোর্ডের ঝটিকা টিমের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের এবং ভিজিলেন্স টিম সদস্যরা প্রতিটি কেন্দ্রের পরীক্ষার দিনগুলোতে পরিদর্শন করবে।
Ruby